Ghatal: তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগে দুর্নীতির অভিযোগ, কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

Ghatal: তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগে দুর্নীতির অভিযোগ, কলকাতা হাইকোর্টে দায়ের মামলা

একের পর এক নিয়োগ দুর্নীতিঅভিযোগ, একের পর এক মামলা কলকাতা হাইকোর্টে। সঙ্গে কেন্দ্রীয় সংস্থার তদন্ত। রাজ্য সরকারের উপর চাপ বৃদ্ধির সঙ্গে বিরোধীদের নিশানায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠলো। ফের কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। এবার অভিযোগ উঠেছে তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কের নিয়োগ ও মেধাতালিকাকে কেন্দ্র করে।

আরও পড়ুন:  জয়নারায়নপুরে দাবিপূরণ! ভেন্টেড কজওয়ে নির্মাণের শিলান্যাস করলেন জুন মালিয়া 

বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগ হয়েছিল তমলুক ঘাটাল কো-অপারেটিভ ব্যাঙ্কে। কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাকারীদের দাবি, মেধাতালিকায় নাম না থাকলেও অনেকেই চাকরি পেয়েছেন। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে বিজ্ঞপ্তিতে ৫২টি শূন্যপদের উল্লেখ করা হলেও বাস্তবে ১৩৪ জনের নিয়োগ হয়েছে। এছাড়াও বিরোধীদের তরফে অভিযোগ উঠেছে শাসক দলের নেতারা প্রভাব খাটিয়ে নিজেদের নিকটাত্মীয়দের চাকরি পাইয়ে দিয়েছেন। তমলুক ঘাটাল কেন্দ্রীয় কো-অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক তথা দাসপুর ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সম্পাদক কৌশিক কুলভীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি প্রভাব খাটিয়ে নিজের ভাইপোকে চাকরি পাইয়ে দিয়েছেন। এছাড়াও আরও তৃণমূল নেতার বিরুদ্ধেও রয়েছে অভিযোগ। যদিও শাসক দলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ