Jhargram: পুলিশের রক্তদান পরিষেবা, ‘দান’ অ্যাপে মিলবে রক্ত ও অ্যাম্বুলেন্স

Jhargram: পুলিশের রক্তদান পরিষেবা, 'দান' অ্যাপে মিলবে রক্ত ও অ্যাম্বুলেন্স

অভিনব উদ্যোগ ঝাড়গ্রাম জেলা পুলিশের। পুলিশই এখন রক্তদাতা। জেলার ২০০ কিলোমিটার পরিধিতে পুলিশি উদ্যোগে পৌঁছাবে রোগীর প্রয়োজনীয় রক্ত, হাসপাতালে নিয়ে যাওয়ার অ্যাম্বুলেন্স। বৃহস্পতিবার পুলিশ সুপার অরিজিৎ সিনহা উদ্বোধন করলেন জেলা পুলিশের ‘দান’ নামে সেবামূলক কর্মসূচি।

জেলাবাসীকে পুলিশের এই সেবামূলক কর্মসূচির অংশ হতে প্রথমে গুগল প্লে স্টোরে DAAN Jhargram Police অ্যাপটি ডাউনলোড করতে হবে। সেখানে ব্ল্যাড রিকুইজিশন অপশনে রোগীর নাম ও মোবাইল নম্বর দিলে মিলবে ওটিপি। তা দেওয়ার পর রোগীর ঠিকানা, থানা, রক্তের গ্রূপ, হাসপাতাল, রক্ত কবে চাই এই সমস্ত তথ্য দিলে নির্দিষ্ট সময়ে পুলিশ পৌঁছে দেবে রক্ত। একই ভাবে থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা। দুঃস্থ রোগীদের ক্ষেত্রে বিনামূল্যে মিলবে এই পরিষেবা।

আরও পড়ুন:  Jhargram: “আমাদের টাকা ফিরিয়ে দাও নাহলে জিএসটি বন্ধ করে দাও”, হুঙ্কার মমতার

অনেক ক্ষেত্রেই জেলা ব্ল্যাড ব্যাঙ্কে রক্তের চাহিদা থাকলেও যোগান থাকে না। সমস্যায় পড়েন জেলার রোগীরা। পুলিশের তরফে রক্তদাতা প্রায় ৫ হাজার জন পুলিশ কর্মীর তালিকা প্রস্তুত করা হয়েছে। তাঁরাই প্রয়োজনে রক্ত দেবেন। এমনকি রোগীর প্রয়োজন অনুযায়ী রক্তদাতা নির্দিষ্ট হাসপাতালে পৌঁছেও যাবেন। জেলা শহরের ২০০ কিমি পরিধিতে এই সুবিধা পাবেন জেলাবাসীরা। জেলা পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন সমস্ত মহলের মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ