দুয়ারে রেশনে তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছ থেকে রেশন দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও

দুয়ারে রেশনে তৃণমূলের দলীয় কার্যালয়ের কাছ থেকে রেশন দেওয়ার অভিযোগ, ভাইরাল ভিডিও

তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের কাছ থেকে রেশন দেওয়ার অভিযোগ আনলো বিজেপি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কাঁথি অধিকারী পাড়ার ১৫ নম্বর ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও GNE Bangla-র তরফে ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি।

বিজেপি শিবিরের অভিযোগ, কাঁথি অধিকারী পাড়ার ১৫ নম্বর ওয়ার্ডের রেশন ডিলার প্রভাত দাস। দুয়ারে রেশন প্রকল্পকাঁথির ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কার্যালয়ের কাছে স্থানীয় বাসিন্দা সত্যজিৎ পালের অনুমতি সাপেক্ষে তাঁর বাড়িতে রেশন সামগ্রী মজুত করে বন্টন করা হচ্ছিল। সেই সঙ্গে গেরুয়া শিবির অভিযোগ এনেছে, রেশন সামগ্রী নিয়ে দুর্নীতি করা হচ্ছে।

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

যদিও শাসক শিবির ও উক্ত রেশন ডিলারের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। রেশন ডিলারের তরফে জানা গিয়েছে, তিনি সত্যজিৎ পালের দীর্ঘদিনের ভাড়াটে। প্রচন্ড রোদ ও গরমের কারণে তাঁর অনুমতি নিয়ে সিঁড়ির তলায় তাৎক্ষণিক ভাবে রেশন সামগ্রী রেখে দুয়ারে রেশন প্রকল্পে বন্টন করা হচ্ছিল।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

একই ভাবে ঐ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী ভট্টাচার্য অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ঘর মালিক উক্ত ডিলারকে ঘর ভাড়া দিয়েছেন। ওনাদের প্ৰবেশ দ্বার ও তৃণমূল পার্টি অফিসের প্রবেশ দ্বার সম্পূর্ণ আলাদা। বিজেপি রাজনৈতিক ভাবে জমি হারাচ্ছে বলেই এমন অভিযোগ আনছে বলে অভিযোগ করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ