Jhargram : দিলীপ ঘোষের বুথেই নেই ‘পদ্ম’, কুলিয়ানা গ্রামে প্রার্থী দিতে পারলো না বিজেপি

images 2023 06 19t120428.558

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি সাংসদ দিলীপ ঘোষ। রাজ্যে বিজেপির অন্যতম পোস্টার বয় তিনি। কিন্তু সেই দিলীপ ঘোষের নিজের বুথেই প্রার্থী নেই বিজেপির। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে দিলীপ ঘোষের বুথে প্রার্থীই দিতে পারলো না রাজ্যের প্রধান বিরোধী দল।

দিলীপ ঘোষ ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাসিন্দা। এই গ্রাম পঞ্চায়েতের মোট ১৩টি আসন। তার মধ্যে কুলিয়ানা সংসদে নেই বিজেপির কোনো প্রার্থী। তারই অন্তর্ভুক্ত দুটি বুথের মধ্যে ২৫ নম্বর বুথটির ভোটার দিলীপ ঘোষ। যদিও অন্য ১২টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি।

আরও পড়ুন:  Panchayat Election : ভোটে কেন্দ্রীয় বাহিনী ও সুরক্ষার দাবি, আন্দোলনে সরকারি কর্মচারীরা

কুলিয়ানা গ্রাম পঞ্চায়েত ২০১৩ সালে তৃণমূল দখল করেছিল। ২০১৮ সালে সেই সময়ের ১০টি আসন বিশিষ্ট পঞ্চায়েতে ৮টি আসন জেতে বিজেপি, ১টি তৃণমূল ও ১টি নির্দল। বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু তাৎপর্যভাবে এই বারের পঞ্চায়েত নির্বাচনে দিলীপ ঘোষের বুথে প্রার্থী দিতেই অপারগ রাজ্যের প্রধান বিরোধী দল এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিড়ম্বনায় পড়েছে গেরুয়া শিবির। ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রমের পর্যবেক্ষণ, দলের সাংগঠনিক সমস্যার জন্য এটি হতে পারে। আবার বিজেপির গোপীবল্লভপুরের মণ্ডল সভাপতির দাবি, বুথে কিছু সমস্যা থাকার জন্য প্রার্থী ঠিক করেও মনোনয়ন জমা দেওয়া যায়নি। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল শিবির থেকে বিজেপির উদ্দেশ্যে ধেয়ে এসেছে কটাক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ