Nawshad Siddiqui: খুন হওয়ার আশঙ্কা! নওশাদকে কেন্দ্রীয় নিরাপত্তা

images 2023 06 19t124854.462

খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করে নিরাপত্তা চেয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেই আবেদন মঞ্জুর করে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল অমিত শাহের নেতৃত্বাধীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

রাজ্যপঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই উত্তপ্ত থেকে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। মনোনয়ন পেশকে কেন্দ্র করে বোমা, গুলির লড়াই বেঁধেছে। বারবার সংঘর্ষে জড়িয়েছেন তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকেরা। হয়েছে মৃত্যু। সেই পরিস্থিতিতে খোদ মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে নবান্নে ছুটে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। কিন্তু মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ পাননি। এরপরে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন আইএসএফ বিধায়ক। সেই মতোই নিরাপত্তা চেয়ে দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের।

জানা গিয়েছে, ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী নিরাপত্তা চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছিলেন। যা পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দের কাছে পাঠানো হয়। আলোচনা চলে আরও এক কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গেও। এরপরেই কেন্দ্রের তরফে নওশাদকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ