Medinipur Hospital : ‘ডিউটির সময় চেম্বার করলে শাস্তি’, ডাক্তারদের হুঁশিয়ারি নির্মল মাঝির

Medinipur Hospital : 'ডিউটির সময় চেম্বার করলে শাস্তি', ডাক্তারদের হুঁশিয়ারি নির্মল মাঝির

মেদিনীপুর মেডিকেল কলেজে পরিদর্শনে এসে বুধবার চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস ও নার্সিংহোমের সাথে যুক্ত থাকার বিরুদ্ধে বার্তা দিলেন স্বাস্থ্য দফতরের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নির্মল মাঝি। ডিউটির সময় চেম্বারে ব্যস্ত থাকলে শাস্তির হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

পরিদর্শনে নির্মল মাঝির সঙ্গে ছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু, বিধায়ক দীনেন রায়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তাঁরা, কথা বলেন ডাক্তার রোগী ও রোগীদের পরিজনদের সঙ্গে। নির্মল মাঝি বলেন, ডাক্তারদের ডিউটির সময় নার্সিংহোম বা প্রাইভেট প্র্যাকটিস না করার বিষয়ে সতর্ক করা হয়েছে। সঠিক সময়ে ডিউটি না করলে স্বাস্থ্য দফতর মারফত শাস্তি বিধানের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

একই সঙ্গে রোগীদের পরিজনদের সঙ্গে কথা বলার পর মেডিকেল কলেজে আয়াদের দৌরাত্মের অভিযোগ সম্পর্কেও মুখ খোলেন নির্মলবাবু। আয়ারা সরকারি কর্মচারী নয় এবং কতৃপক্ষের তরফে এনাদের কোনো অনুমতিও দেওয়া হয়না বলে জানিয়ে তিনি সতর্ক করেন, হাসপাতালের নার্সদের কথা শুনে তাঁদের কাজ করতে হবে। মূলতঃ রোগীর আত্মীয় সেজে আয়ারা হাসপাতালে কাজ করেন, সেক্ষেত্রে একই সঙ্গে একাধিক রোগীর দেখাশোনা করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে। সেই বিষয়েও আয়াদের সতর্ক করেন নির্মল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ