Paschim Medinipur : শীঘ্রই কাজ বেলদা-কাঁথি রাজ্য সড়কে, শুরু হল মাপঝোঁক

Paschim Medinipur : শীঘ্রই কাজ বেলদা-কাঁথি রাজ্য সড়কে, শুরু হল মাপঝোঁক

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

শীঘ্রই শুরু হতে চলেছে বেলদা-কাঁথি রাজ্য সড়কের সংস্কার ও সম্প্রসারণের কাজ। সে জন্য মাপঝোঁকের কাজ শুরু হল সোমবার।

বেলদা-কাঁথি রাজ্য সড়কের সংস্কার ও সম্প্রসারণের দাবি দীর্ঘদিনের। রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পের কাজ শীঘ্রই শুরু হবে। তার আগে সোমবার নারায়ণগড় ব্লকের বেলদা থানার ঠাকুরচকে রাস্তা মাপামাপির কাজ শুরু হল।

আরও পড়ুন:  Kurmi : খেমাশুলিতে ‘ঘাঘর ঘেরা’, স্তব্ধ জাতীয় সড়ক, রেল বন্ধ হওয়ার আশঙ্কা, ‘রাজ্য বিষয়টি দেখছে’ জানালেন ডিএম

প্রসঙ্গত উল্লেখ্য, প্রায় ৯২ কোটি টাকা ব্যয় হতে চলেছে বেলদা-কাঁথি রাজ্য সড়কের প্রায় ৫৬ কিলোমিটার রাস্তা সংস্কার ও সম্প্রসারণে। ইতিমধ্যে রাস্তাশ্রী প্রকল্পে অর্থ বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হওয়ার মুখে। তাই রাস্তা সম্প্রসারণের কাজ শুরু আগে চলছে মাপঝোঁকের কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ