রাজনীতির ঊর্ধ্বে সৌজন্যতা, মনোনয়ন পেশ করতে এসে সেটাই বুঝিয়ে দিয়ে গেলেন খড়গপুরের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়

রাজনীতির ঊর্ধ্বে সৌজন্যতা, মনোনয়ন পেশ করতে এসে সেটাই বুঝিয়ে দিয়ে গেলেন খড়গপুরের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়

অর্পণ ভট্টাচার্য্য: আজ ই মনোনয়ন পেশ করার শেষ তারিখ ছিল মেদিনীপুর এবং খড়গপুর পৌরসভা নির্বাচনের প্রার্থীদের। ইতি মধ্যেই মঙ্গলবার মেদিনীপুর শহরের মোট ১১ টি ওয়ার্ডের প্রার্থীরা মনোনয়ন জমা করেন।আজ মনোনয়ন পেশ করার শেষ দিনে মেদিনীপুর ও খড়গপুর পৌরসভা নির্বাচনের প্রার্থী রা নিজেদের মনোনয়ন জমা করলেন মেদিনীপুর ও খড়গপুর সদর মহকুমা শাসকের দপ্তরে।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

প্রসঙ্গত খড়গপুর বিধানসভার বিধায়ক অভিনেতা হিরণময় চট্টোপাধ্যায় তিনিও এবার খড়গপুর পৌরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের থেকে প্রতিনিধিত্ব করবেন বিজেপির প্রার্থী হয়ে। যদিও ওই ওয়ার্ডের থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন দুদে ও বর্ষীয়ান রাজনীতিবিদ যহর পাল।
যদিও সেই বিষয় কে আমল দিতে নারাজ বিজেপির প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়।

তিনি বলেন, দল আমার উপর আস্থা রেখেছে, দলের মনে হয়েছে আমাকে এখানে প্রার্থী করা উচিত। বিগত নয় মাসে খড়গপুর এর কি কি কাজ হয়েছে তার নিরিখেই মানুষ নির্বাচন করবে এই ভোটে।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

যদিও মনোনয়ন পেশ করতে খড়্গপুরের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় নিজেরই ওয়ার্ডের তৃণমূল প্রার্থী জহর পালকে পিতৃতুল্য বলে পায়ে হাত দিয়ে প্রণাম করে বুঝিয়ে দিয়ে গেলেন রাজনীতির ঊর্ধ্বে সৌজন্যতা।।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ