মেদিনীপুরে বিজেপির বিক্ষোভ, বেআইনি বালি খাদান বন্ধ ও বালির ট্রাক নিয়ন্ত্রণের দাবি

মেদিনীপুরে বিজেপির বিক্ষোভ, বেআইনি বালি খাদান বন্ধ ও বালির ট্রাক নিয়ন্ত্রণের দাবি

মেদিনীপুরে বিজেপি শহর কমিটির উদ্যোগে কেরানিতলা চকে অবরোধবিক্ষোভ কর্মসূচি পালিত হল বুধবার। বেআইনি বালি খাদান বন্ধ, বালির ট্রাক ও মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ, বেপরোয়া ড্রাইভিং বন্ধ প্রভৃতি একাধিক দাবি তোলা হয় বিজেপির তরফে।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

সাম্প্রতিক সময়ে মেদিনীপুর শহরে একাধিক দুর্ঘটনা ঘটেছে। আর বেপরোয়া বালির ট্রাক ও মালবাহী ট্রাকের কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া বেআইনি বালি খাদান নিয়েও রাজনৈতিক বিতর্ক বহুদিন। সেই বিষয়গুলোকে সামনে রেখেই বুধবার মেদিনীপুরে বিজেপির তরফে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বেপরোয়া ড্রাইভিং বন্ধ, বেআইনি বালি খাদান বন্ধ, বালির ট্রাক ও অন্যান্য মালবাহী ট্রাক শহরে ঢোকা নিষেধ করা এবং শহরের মধ্যে বেআইনি কার্যকলাপ রুখতে শহরের মধ্যে পুলিশি সক্রিয়তা বৃদ্ধির দাবি জানায় বিজেপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ