বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে ঘোষিত হয়েছে ১০৮ পুরসভার নির্বাচন। আগামী ২৭ ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ।
মেদিনীপুর পুরসভার প্রার্থী তালিকা আগেই ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। এবার ঘোষিত হল চন্দ্রকোনা পুরসভার তৃনমূল কংগ্রেসের প্রার্থী তালিকা।
চন্দ্রকোনা শহর তৃণমূলের প্রার্থীরা-
- Advertisement -
১ নং ওয়ার্ডে অভিজিৎ রায়
২ নং ওয়ার্ডে প্রতিমা পাত্র
৩ নং ওয়ার্ডে বনশ্রী সাহা
৪ নং ওয়ার্ডে গোবিন্দ দাস
৫ নং ওয়ার্ডে বিলু মান্না
৬ নং ওয়ার্ডে সৌরভ চক্রবর্তী
৭ নং ওয়ার্ডে সুনিতা খাঁড়া
৮ নং ওয়ার্ডে মেনকা ধারা
৯ নং ওয়ার্ডে সমর দোলই
১০ নং ওয়ার্ডে সোমা চৌধুরী কোলে
১১ নং ওয়ার্ডে অর্চনা ধারা
১২ নং ওয়ার্ডে প্রতাপ সাঁতরা