মহকুমা শাসকের কান্না, তাও বিদ্যাসাগরের মৃত্যুদিনে হবে খিচুড়ি ভোগের আয়োজন

মহকুমা শাসকের কান্না, তাও বিদ্যাসাগরের মৃত্যুদিনে হবে খিচুড়ি ভোগের আয়োজন

বিদ্যাসাগরের তিরোধান দিবসে খিচুড়ি ভোগের মাধ্যমে নর নারায়ণ সেবার আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বিদ্যাসাগরের জন্মস্থান মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। গ্রামবাসীদের সঙ্গে মহকুমা শাসকের আলোচনা সভায় তৈরি হল উত্তেজনা। আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেললেন মহকুমা শাসক। তাও উত্তেজনা প্রশমিত করা যায়নি।

জানা গিয়েছে, বীরসিংহ ভগবতী বিদ্যালয় প্রতিবছর বিদ্যাসাগরের তিরোধান দিবসে খিচুড়ি খাইয়ে নরনারায়ন সেবার আয়োজন করে। গত দুই বছর কোভিড পরিস্থিতির কারণে বন্ধ ছিল সেই অনুষ্ঠান। এই বছর পুনরায় সেই খিচুড়ি ভোগ চালু করার দাবি জানান গ্রামবাসীরা। প্রশাসনের বক্তব্য ছিল, মৃত্যুদিন একটি শোক জ্ঞাপন দিবস সেটিকে সেই ভাবেই পালন করা হোক। সেই বিষয় নিয়ে গ্রামবাসীদের সঙ্গে আলোচনার সময় উপস্থিত গ্রামবাসীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। গ্রামবাসীদের প্রশাসনের বক্তব্য বোঝাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। এরপর গ্রামবাসীদের বোঝানোর চেষ্টা করেন ঘাটাল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধক্ষ বিকাশ কর, খাদ্যকর্মাধক্ষ প্রশান্ত রায় প্রমুখরা। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।

আরও পড়ুন:  Medinipur: সিপিএমের উদ্যোগে মেদিনীপুর শহরে পদযাত্রা, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান

জানা গিয়েছে, নর নারায়ণ সেবা বন্ধ হওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় সভাকক্ষে। হস্তক্ষেপ করেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক। অবশেষে গ্রামবাসীদের আবেগকে প্রাধান্য দিয়ে পঞ্চায়েত সমিতি ও প্রশাসনের তরফে নর নারায়ণ সেবা ও খিচুড়ি ভোগের দাবি মেনে নেওয়া হয়েছে বলেই খবর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ