তৃণমূল নেতা বনাম তৃণমূল নেতা! পার্থ-র সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে টাকা তোলার অভিযোগ

তৃণমূল নেতা বনাম তৃণমূল নেতা! পার্থ-র সঙ্গে ঘনিষ্ঠতা কাজে লাগিয়ে টাকা তোলার অভিযোগ

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বর্তমানে ইডি হেফাজতে। চলছে তদন্ত, জেরা, তল্লাশি। তারই মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতাকে কাজে লাগিয়ে ও পার্থ বাবুর নাম ব্যবহার করে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল চেয়ারম্যান অজিত মাইতির বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠলো। অভিযোগ এনেছেন চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের ফলে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সমাজমাধ্যম ভরে গিয়েছে বিভিন্ন রকমের সংবাদ, মিম, ব্যঙ্গ প্রভৃতিতে। তারই মধ্যে সমাজ মাধ্যমে একটি পোষ্টে চন্দ্রকোনা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ মন্তব্য করেছেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম করে পশ্চিম মেদিনীপুরের ‘মাইতি বাবু’ নাকি অনেক অনৈতিক কাজ করে দলকে বিড়ম্বনায় ফেলেছেন।

আরও পড়ুন:  ‘দু চারটে বুড়িমার চকোলেট বোম’ ফেলার নিদান অজিত মাইতির, রাজনৈতিক মহলে বিতর্ক

এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চাঞ্চল্যের সৃষ্টি হয়। কিন্তু বিতর্কে ইতি টানা তো দূরস্থান, সংবাদমাধ্যমের কাছে হীরালাল ঘোষ বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের বলে বলিয়ান হয়ে নাকি অজিত মাইতি অনেক কাজ করেছেন যে অনেকেরই অপছন্দের। এমনকি সেই সমস্ত কাজ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোচরে আসেনি বলেই হয়তো কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ