অঙ্গনওয়াড়ির খিচুড়িতে আরশোলা, কেন্দ্রীয় দলের পরিদর্শনের মাঝেই চাঞ্চল্য চন্দ্রকোনায়

অঙ্গনওয়াড়ির খিচুড়িতে আরশোলা, কেন্দ্রীয় দলের পরিদর্শনের মাঝেই চাঞ্চল্য চন্দ্রকোনায়

 

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
পশ্চিম মেদিনীপুরে মিড ডে মিল ব্যবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রীয় দলের পরিদর্শনের মাঝেই চাঞ্চল্য চন্দ্রকোনায়। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মিললো আরশোলা। যা নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকায়।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নং ব্লকের কুনাপুর গ্রাম পঞ্চায়েতের ধামকুরিয়া এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি দেওয়া হয় মঙ্গলবার। এলাকার বাসিন্দা সুমন রায়ের ছেলে ঐ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পড়ুয়া। বাড়িতে খিচুড়ি এনে টিফিন বক্স খুলতেই মেলে আরশোনা। সুমনবাবু তৎক্ষণাৎ টিফিন সমেত ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে বিষয়টি জানান। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তরফে তড়িঘড়ি সমস্ত পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি খেতে নিষেধ করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। খবর পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পৌঁছন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও অভিজিৎ পড়িয়া। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন:  শালবনীতে গণবিবাহ, বাল্য বিবাহ ও নারী পাচার প্রতিরোধে উদ্যোগ

অন্যদিকে ডেবরার ধামতোর বিল্বেশ্বর প্রাথমিক বিদ্যালয় এবং নারায়ণগড় ব্লকের একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। নিজেরা মিড ডে মিলের খাবার খেয়ে গুণগত মান পরীক্ষা করেন। তারই মধ্যে জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে আরশোলা মেলায় অস্বস্তিতে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ