Jhargram: দুর্নীতির বিরুদ্ধে পথে সিপিএম, জেলাশাসকের কাছে ডেপুটেশনে জনজোয়ার শহরে

Jhargram: দুর্নীতির বিরুদ্ধে পথে সিপিএম, জেলাশাসকের কাছে ডেপুটেশনে জনজোয়ার শহরে

দুর্নীতির বিরুদ্ধে পথে নামলো জেলা সিপিআইএম এর কর্মী সমর্থকরা। ঝাড়গ্রাম জেলা সিপিআইএম এর তরফে বুধবার জেলাশাসকের কাছে জমা দেওয়া হল ডেপুটেশন। উপস্থিত ছিলেন অমিয় পাত্র, কনীনিকা বোস ঘোষ, পুলিন বিহারী বাস্কে প্রমুখরা।

বুধবার ঝাড়গ্রাম জেলা শহরে সিপিএমের স্লোগান উঠলো ‘চোর ধরো, জেল ভরো’। জেলাশাসকের কাছে জমা দেওয়া হল ডেপুটেশন। দাবি জানানো হয়েছে, মূল্যবৃদ্ধি, খাদ্য পণ্যে জিএসটি, সকলের জন্য কাজ ও নূন্যতম মজুরি প্রদান, দুর্নীতিগ্রস্থদের গ্রেপ্তার, হাতির হানায় নিহতদের পরিবারকে এককালীন ২০ লক্ষ টাকা সাহায্য ও পরিবারের একজনের স্থায়ী চাকুরীর।

আরও পড়ুন:  Jhargram: নিজের হাতে চপ ভেজে বিক্রি মমতার, খুশি দোকানদার ও ক্রেতারা

কিছুদিন আগে পর্যন্ত সিপিএম এর জনসভায় বা প্রতিবাদ সভায় বিশেষ জনসমাগম পরিলক্ষিত হত না। এদিন ঝাড়গ্রাম শহরের হিন্দু মিশন মাঠ থেকে মিছিল করেন বামেরা এবং জেলাশাসকের অফিসের সন্নিকটে হয় হয় সভা। এইদিন সিপিএম এর কর্মসূচি কেন্দ্র করে বিপুল জনসমাগম হয়, যা সাম্প্রতিক কালে বিশেষ তাৎপর্যপূর্ণ। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটর সদস্য অমিয় পাত্র। তাঁর নেতৃত্বেই মিছিল হয়। জঙ্গল-রানীর সহরে সিপিএম এর এই মিছিলে বিপুল জনসমাগম বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ