‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি মেদিনীপুরের গ্রামে গ্রামে, ঘোষণা অজিত মাইতির

'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচি মেদিনীপুরের গ্রামে গ্রামে, ঘোষণা অজিত মাইতির

দিদির সুরক্ষা কবচ নিয়ে কর্মসূচি ঘোষণা পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি।

শাসক দলের তরফে জানানো হয়েছে, আগামী ১১ জানুয়ারি থেকে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ৩৫০ জন নেতা কর্মী এবং দলীয় বিধায়ক, মন্ত্রী, সাংসদরা পালা করে জেলার বিভিন্ন গ্রামে যাবেন ও রাত্রিবাস করবেন। সেই সঙ্গে গ্রামের মানুষের অভাব অভিযোগ শুনবেন। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করবেন।

আরও পড়ুন:  ডেবরায় ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২, আহত ৫

তৃণমূলের এই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী শিউলি সাহা ও শ্রীকান্ত মাহাতো, বিধায়ক দীনেন রায়, মমতা ভূঁইয়া, পরেশ মুর্মু, অরুপ ধাড়া, মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা, ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশীষ হুদাইত, সাংগঠনিক জেলা যুব সভাপতি সৌরভ চক্রবর্তী, সন্দীপ সিং প্রমুখরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ