৪ঠা জানুয়ারি অবরোধ কর্মসূচি রাজ্যে, ডাক দিল ভারত জাকাত মাঝি পরগনা

৪ঠা জানুয়ারি অবরোধ কর্মসূচি রাজ্যে, ডাক দিল ভারত জাকাত মাঝি পরগনা

 

সাঁওতালি ভাষায় শিক্ষার অধিকার, আদিবাসী সমাজের জল জঙ্গল ও মাটির অধিকার সহ একাধিক দাবিতে আগামী ৪ ঠা জানুয়ারী জঙ্গলমহল সহ সারা রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পরগনা।

আদিবাসী সমাজের বক্তব্য, রাজ্যে সাঁওতালি মাধ্যমে স্কুল ও কলেজে পঠনপাঠন শুরু হলেও শিক্ষক, সুপরিকল্পিত পরিকল্পনা ও পরিকাঠামোর অভাবে পঠনপাঠনের অবস্থা তথৈবচ। এমনকি সমাজের অভিযোগ, দেউচা পাঁচামি ও অযোধ্যায় জঙ্গল সবুজ পরিবেশ ধ্বংস করে বিভিন্ন সংস্থাকে সুবিধা পাইয়ে দেওয়া হবে এবং আদিবাসী সমাজকে বঞ্চিত করা হবে। তা ছাড়া রাজ্যে নকল তফসিল উপজাতি তকমাধারীরা প্রকৃত আদিবাসী সমাজকে বঞ্চিত করছে বলেও অভিযোগ আনা হয়েছে৷ এই সবেরই প্রতিবাদে ৪ঠা জানুয়ারি রাজ্য জুড়ে অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ভারত জাকাত মাঝি পরগনা।

অবরোধ হবে দুই মেদিনীপুর মিলিয়ে ক্ষীরপাই হালদার দিঘী মোড়, দাসপুর, চন্দ্রকোনা রোড, গড়বেতা, কেশপুর, ডেবরা, পক্তাপোল জাতীয় সড়ক ৬০, রেশমি মেটালিক খড়গপুরে। ঝাড়গ্রামের খড়িকামাথানি, গোপী হাতিবাড়ি মোড়, ফেকো জাতীয় সড়ক ৬, গজাশিমূল জাতীয় সড়ক ৬, সারদা বিদ্যাপীঠ, ধেড়ুয়া, রামগড়, বিনপুর, সিলদা, চাকাডোবা, পড়িহাটি, চিল্কিগড়ে। বীরভূমের মল্লারপুর, দেউচা, আহমদপুর, ইলামবাজার, দুবরাজপুর।পুরুলিয়ার মানবাজার ১ রাইস মিল, মানবাজার ২ সিধু কানহু মোড়, লালপুর মোড়, হুড়া খাইরি পিড়া মোড়, পেনাগাড়িয়া, সাতুড়ি, ঝালদা কোটশিলা, বলরামপুর দামদা মোড়, নিতুড়িয়া। বাঁকুড়ার ইন্দপুর, হাতিরামপুর, রানীবাঁধ, জয়পুর, কোতুলপুর, কমলপুর, ছাতনা, বেলিয়াতোড়, বাঁকাদহ, খাতড়া, সিমলাপাল, রাইপুর, ফুলকুশমা, সারেঙ্গা, পি মোড়, তালডাংরা। এছাড়াও রাজ্যের অন্যান্য জেলাগুলিরও স্থানে স্থানে অবরোধ কর্মসূচি চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ