Paschim Medinipur : দিলীপ ঘোষের উদ্দেশ্যে স্লোগান তৃণমূলের, পাল্টা অভিবাদন বিজেপি নেতার

img 20230612 wa0016

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য
রাজ্যে ঘোষিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন। শুরু হয়েছে মনোনয়ন পেশ। কিন্তু মনোনয়ন পেশকে কেন্দ্র করে জেলায় জেলায় ছড়িয়েছে রাজনৈতিক সংঘর্ষ। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছে। মনোনয়ন কেন্দ্রের ১ কিমি ব্যাসার্ধ অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। সেই পরিস্থিতিতে অভিনব ঘটনার সাক্ষী পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লক অফিসের সামনের এলাকা।

আরও পড়ুন:  Paschim Medinipur : জন্মদিবসে হেমচন্দ্র কানুনগো স্মরণ জেলা জুড়ে

এইদিন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ নারায়ণগড় ব্লক অফিস চত্বরে উপস্থিত হতেই নিকটস্থ তৃণমূলের ক্যাম্প থেকে উঠল স্লোগান। পাল্টা হাত তুলে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকদের অভিবাদন জানালেন বিজেপি সাংসদ। কিন্তু নির্বাচন কমিশন মনোনয়ন কেন্দ্রের ১ কিমির মধ্যে ১৪৪ ধারা জারির পরেও নারায়ণগড় ব্লক অফিসের সামনে শাসক দলের ক্যাম্প নিয়ে প্রশ্ন তুলেছেন দিলীপ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর বিষয়েও জানিয়েছেন তিনি। সোমবার জেলার বিভিন্ন ব্লক অফিসে গিয়ে মনোনয়ন কেমন হচ্ছে তা নিয়ে দলের কর্মীদের সাথে কথা বলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ