Elephant : ঝাড়গ্রামে পুনরায় হাতির আতঙ্ক! হাতির হানায় জখম ১ জন

Elephant : ঝাড়গ্রামে পুনরায় হাতির আতঙ্ক! হাতির হানায় জখম ১ জন

ঝাড়গ্রাম শহর লাগোয়া এলাকায় পুনরায় হাতির আতঙ্ক। এরই মধ্যে হাতির একজন জখম হয়েছেন। বুধবার ভোর থেকে এলাকায় তটস্থ মানুষ। বন বিভাগের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ক্ষোভ তৈরি হচ্ছে এলাকায়।

গত কয়েকদিন ধরেই কলাইকুণ্ডা রেঞ্জ, মেদিনীপুর সদর লাগোয়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে একাধিক দলের প্রায় ১২০ টি হাতি। তারমধ্যে একটি দলে এক হস্তিনী শাবক প্রসব করেছে৷ বুধবার ভোরে ১৪/১৫ টি হাতির একটি দল কংসাবতী নদী পার হয়ে ঝাড়গ্রাম শহর লাগোয়া জ্যুলজিকাল পার্কের পিছনের জঙ্গলে আসে৷ দলের সঙ্গে শাবক রয়েছে বলেও জানা গিয়েছে। তারপর থেকে এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে।

আরও পড়ুন:  Jhargram: চোরা শিকারীদের তীরে বিদ্ধ ‘রামলাল’, বন দপ্তরের কর্মীরা বের করলেন তীরের ফলা

এইদিন সকাল থেকে হাতি আসার খবর পেয়ে ভিড় জমিয়েছেন অনেকে। অতি উৎসাহী অনেকেই হাতির কাছাকাছি চলে যাচ্ছেন, ছবি-ভিডিও তুলছেন। সকাল থেকে ঝাড়গ্রাম বন দফতরের তরফে বারংবার মাইকিং করে হাতির দলেরভথেকে দূরত্ব বজায় রাখতে, অতি উৎসাহী হয়ে কাছে না যেতে অনুরোধ করা হয়েছে৷ কিন্তু বিশেষ কাজ যে হয় নি তা বোঝা গিয়েছে। একজনকে অতিউৎসাহীকে তাড়া করে জখম করেছে হাতি৷ গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ