Jhargram: চোরা শিকারীদের তীরে বিদ্ধ ‘রামলাল’, বন দপ্তরের কর্মীরা বের করলেন তীরের ফলা

Jhargram: চোরা শিকারীদের তীরে বিদ্ধ 'রামলাল', বন দপ্তরের কর্মীরা বের করলেন তীরের ফলা

ঝাড়গ্রাম তথা জঙ্গলমহলের মানুষের কাছে খুবই পরিচিত দাঁতাল ‘রামলাল’! চোরা শিকারীদের তীরের ফলায় বিদ্ধ হয়েছিল সে। সোমবার বন দপ্তরের কর্মীদের তীর থেকে মুক্ত হল সে।

জঙ্গলমহলের মানুষের কাছে শান্ত স্বভাবের হাতি হিসেবেই পরিচিত ‘রামলাল’। যে সময় হাতির আক্রমণে ঝাড়গ্রাম সহ জঙ্গলমহল জুড়ে একের পর এক মৃত্যু, ঘর বাড়ি ভাঙা বা ক্ষেতের ফসল নষ্টের ঘটনা ঘটেছে, সেই সময়ে মানুষের প্রতি এই জংলী হাতিটির কোনো বৈরিতা লক্ষ্য করা যায়নি। সাধারণ মানুষও তাদের আদরের রামলালকে নিয়ে উদ্বেগও বোধ করেনি৷ কিন্তু চোরাশিকারীদের লালসার দৃষ্টি এই শান্ত রামলালকেও রেহাই দেয়নি। তাদের তীরের ফলায় বিদ্ধ হয়ে যন্ত্রণাদীর্ণ দিন কাটাচ্ছিল সে।

আরও পড়ুন:  Train Update: একাধিক ট্রেনের সময় পরিবর্তন খড়গপুর ডিভিশনে

সোমবার জেলা ও রাজ্য বন দপ্তরের কর্মীরা সম্মিলিত ভাবে অভিযানে নামেন। তাঁদের প্রচেষ্টায় তীরের ফলা থেকে মুক্ত হয় রামলাল। তাঁরা শুশ্রূষাও করেন আহত রামলালের। এরপর তাকে পুনরায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। সমস্ত ঘটনার ছবি নিজের সমাজমাধ্যমের পেজে দিয়েছেন ঝাড়গ্রামের বিধায়িকা তথা রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা৷ বন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের মানুষজন।

আরও পড়ুন:  Train Update: একাধিক ট্রেনের সময় পরিবর্তন খড়গপুর ডিভিশনে

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ