Elephant : জোড়া দাঁতালের হানায় সাফ রান্নাঘর, ভাঙলো দেওয়াল, আতঙ্কে গ্রাম

Elephant : জোড়া দাঁতালের হানায় সাফ রান্নাঘর, ভাঙলো দেওয়াল, আতঙ্কে গ্রাম

মাঝ রাতে জোড়া দাঁতালের হানা ঝাড়গ্রামের জোয়ালভাঙা গ্রামে। জানলা, দেওয়াল ভেঙে লুট হল রান্নাঘরে থাকা চাল, ডাল, আলু, পান্তাভাত। নাবালক শিশুপুত্রদের নিয়ে আতঙ্কের রাত আদিবাসী দম্পতির।

শুক্রবার রাতে খাওয়াদাওয়ার পর দুই নাবালক শিশুপুত্রকে নিয়ে ঘুমাতে গিয়েছিলেন ঝাড়গ্রামের জোয়ালভাঙা গ্রামের বাসিন্দা আদিবাসী দম্পতি পঞ্চানন ও শালমণি মুর্মু। হঠাৎ রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বিকট শব্দ। ঘুম ভেঙে দম্পতি দেখেন, হানা দিয়েছে দুই বিশালাকার দাঁতাল। ঘরের বাইরের কলাগাছ খাওয়ার পর তারা ভেঙে ফেলে রান্নাঘরের জানালা ও মাটির দেওয়াল। তারপর পরের দিনের জন্য রাখা পান্তাভাত থেকে মজুত চাল, ডাল, আটা, আলু সব সাবার।

আরও পড়ুন:  Elephant Death : হাতি তাড়াতে গিয়ে মৃত্যু দুইজন হুলা পার্টির সদস্যের

আদিবাসী দম্পতির অভিযোগ, সেই সময়ে বন দফতরকে বারবার ফোন করা হলেও কোনও সাড়া মেলেনি৷ অবশেষে গ্রামের লোকজন ও প্রতিবেশীরা এসে মশাল জ্বালিয়ে রাত আড়াইটে-তিনটে নাগাদ দাঁতাল দুটিকে তাড়ায়। এখনও তীব্র আতঙ্কে ঐ দম্পতি। গ্রামবাসীদের ক্ষোভ বন দফতর ও সরকারের প্রতি। তাঁদের অভিযোগ, আগে ক্ষেতের ফসলের ক্ষতি করতো, এখন গ্রামে হানা দিয়ে ঘর বাড়ি ভাঙছে হাতির দল। বন দফতর ও সরকার ক্ষতিপূরণ দেওয়া ছাড়া কোনও ব্যবস্থা নিচ্ছে না। সকালে বন দফতরের কর্মীরা গ্রামে এলে বিক্ষোভও দেখান তাঁরা।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ