Train Restored : কিছু বাতিল ট্রেন চলবে, কুস্তাউরে রেল অবরোধ প্রত্যাহার কুড়মিদের, দেখুন তালিকা

Train Restored : কিছু বাতিল ট্রেন চলবে, কুস্তাউরে রেল অবরোধ প্রত্যাহার কুড়মিদের, দেখুন তালিকা

কুড়মি সমাজের তরফে নিজেদের অধিকার আদায়ে গত ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে রেল অবরোধ। রবিবার বেলা ১১:৪৫ মিনিট নাগাদ আদ্রা ডিভিশনে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে অবরোধ তুলে নেওয়া হয় একটি কুড়মি সংগঠনের তরফে। কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী দুপুর ১২:২০ মিনিট নাগাদ আদ্রা ডিভিশনের কোটশিলা স্টেশনে নতুন করে শুরু হয়েছে রেল অবরোধ। সেই সঙ্গে অবরোধ অব্যাহত রয়েছে খড়গপুর ডিভিশনের খেমাশুলি স্টেশনেও।

কুস্তাউর স্টেশনে কুড়মি সমাজের তরফে রেল অবরোধে প্রত্যাহারের ফলে বাতিল হওয়া বেশ কিছু ট্রেন পুনরায় চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। দেখুন পুনরায় চলতে চলা ট্রেনগুলির তালিকা।

নীচের তালিকার ট্রেনগুলি নির্ধারিত পথ ও সূচী অনুযায়ী চলবে –
১. ১৩২৮৭ দুর্গ-রাজেন্দ্রনগর এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
২. ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৩. ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৪. ১৮১১৬ চক্রধরপুর-গোমো এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৫. ১৮১১৫ গোমো-চক্রধরপুর এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৬. ১৮১৮৩ টাটানগর-দানাপুর এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৭. ১৮১৮১ টাটানগর-থাম্বে এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৮. ১২৯৫০ সাঁতরাগাছি-পোরবন্দর এক্সপ্রেস ৯ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৯. ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
১০. ১২৮৮৪ পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন

আরও পড়ুন:  Kurmi Protest : অব্যাহত কুড়মি আন্দোলন, জঙ্গলমহলে রেল-সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বাতিল ট্রেন-
১৩৩৫২ আলাপ্পুঝা-ধানবাদ এক্সপ্রেস ১০ এপ্রিল বাতিল

আরও পড়ুন:  Paschim Medinipur : ঝাঁকরায় শুভেন্দুর পাল্টা সভা তৃণমূলের, শুভেন্দুকে আক্রমণ সায়নী ঘোষের

পরিবর্তিত পথে চলবে যে ট্রেনগুলি-

১. ১৮৬২০ গোদ্দা-রাঁচি এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
২. ১৮৬১৯ রাঁচি-গোদ্দা এক্সপ্রেস ১১ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৩. ১৩৪০৪ ভাগলপুর-রাঁচি এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৪. ১৩৪০৩ রাঁচি-ভাগলপুর এক্সপ্রেস ১১ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৫. ১৩৩১৯ দুমকা-রাঁচি এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৬. ১৩৩০৪ রাঁচি-ধানবাদ এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৭. ১৮৬২১ পাটনা-হাতিয়া এক্সপ্রেস ১০ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন
৮. ১৮৬২২ হাতিয়া-পাটনা এক্সপ্রেস ১১ এপ্রিল যাত্রা শুরু করা ট্রেন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ