BRAKING NEWS

Horoscope Today: আজকের রাশিফল ১০/৪/২০২৩

মেষ/ Aries রাশিফল Rashifal : আপনার কাছে যদি কেউ টাকা পেয়ে থাকে তবে সেটি শোধ করে দিন নাহলে সে আপনার বাড়ি এসে একটি খারাপ পরিবেশ তৈরি করতে পারে। আপনার প্রিয় বন্ধু আজ আপনাকে মনে করবে। সম্ভব হলে তার সঙ্গে কিছুটা সময় কাটাতে পারেন। নিজের কথা অফিসের সকলকে ভালো করে বোঝানোর চেষ্টা করুন। কারণ তারা না বুঝলে আপনি ওপরের দিকে উঠতে পারবেন না। আজ আপনার সঙ্গী আপনাকে অদ্ভুত কিছু করে চমকে দেবে।
বৃষ/ Taurus রাশিফল Rashifal : অ্যালকোহল বা নেশা জাতীয় কোনো জিনিস সেবন করা থেকে দূরত্ব বজায় রাখুন। পুরোনো বন্ধুদের সাথে কিছুটা সময় কাটাতে পারেন। ভালোবাসার মানুষকে হতাশ করবেন না পরে অপশোষ করতে হবে। দ্রুত কাজ করার জন্য আপনি প্রশংসা পেতে পারেন। আজ কোনো সেমিনারে যোগ দিতে পারেন এটি আপনার ঞ্জান বাড়াবে। আপনার মেজাজ যদি খারাপ থাকে তবে সেটি আপনার সঙ্গী দ্বারা ঠিক হয়ে যেতে পারে।
মিথুন/ Gemini রাশিফল Rashifal : আজ আপনার ক্ষতি হতে পারে আর্থিক দিক দিয়ে। কোনো সিদ্ধান্ত নেবার আগে কিছুটা ভাবুন। আপনায় কথায় আপনার প্রেমিকা আহত হতে পারেন। সে রেগে যাবার আগে তার সঙ্গে বিষয়টি মিটিয়ে নিন। আপনি যদি শিল্পী হন তবে আপনার শিল্প আজ প্রচুর নাম করবে। আজ আপনি বই পড়ে গোটাদিনটা কাটিয়ে দিতে পারেন। আপনার সঙ্গী আপনাকে আজ আনন্দ দিতে চেষ্টা করবে।

কর্কট/ Cancer রাশিফল Rashifal : আজ সব দিক থেকে বাধা পেতে পারেন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলবেন।ধর্মের কথা আলোচনায় আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। সকাল থেকে পিঠের যন্ত্রণা নিয়ে কষ্ট পেতে পারেন। চুরির জন্য ক্ষতির আশঙ্কা।

সিংহ/ Leo রাশিফল Rashifal : পরিবারের বড়ো কারোর শরীর অসুস্থ হতে পারে। যা আপনার মন চঞ্চল করবে। এই রাশির ছেলে-মেয়েরা আজ পড়াতে মন বসাতে ব্যর্থ হবে।আজ আপনার মূল্যবান সময় নিজের জন্য রাখুন। বন্ধুবান্ধের সঙ্গে সে সময়টা না কাটানোই ভালো। এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে চলেছে।

কন্যা/ Virgo রাশিফল Rashifa : আজ সকাল থেকে দিনটি একটু ভাল একটু খারাপ ভাবে চলার সম্ভাবনা আছে। প্রেমে বাধা মিটে গিয়ে সুখের সময় আসতে চলেছে। হঠাৎ কিছু নষ্ট হওয়ার যোগ রয়েছে। বাইরে ভ্রমণের সুযোগ আসতে পারে।

তুলা/ Libra রাশিফল Rashifal : উপহার পেতে পারেন আজ। বাইরের কোনও অচেনা লোকের জন্য বিপদ হতে পারে। অতিরিক্ত খরচ হতে পারে। আইনি কোনও কাজের জন্য বিশেষ আলোচনা। বিবাহের কথা বার্তা বন্ধ রাখা দারকার।

বৃশ্চিক/ Scorpio রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে ভালো কাজের জন্য আজ আপনি সুনাম অর্জন করবেন। অনান্য কাজে এতোটাও জড়িয়ে পরবেন না যে আপনার প্রয়োজনীয় কাজ গুলো হাতছাড়া হয়ে যায়। দিনটি আপনার বিবাহিত জীবনের শেষ্ঠ একটি দিন হতে চলেছে।

ধনু/ Sagitarious রাশিফল Rashifal : আজ একটু ক্রোধ সংবরণ করতে হবে। সম্পত্তির ব্যাপারে মা-বাবার সঙ্গে আলোচনা। বন্ধুদের সঙ্গে বিরোধ হতে পারে। আইনি কোনও কাজের জন্য খরচ বৃদ্ধি। আর্থিক চাপ আসতে পারে।সকালের দিকে কোনও আঘাত লাগতে পারে।

মকর/ Capricorn রাশিফল Rashifal : গঠন মূলক কোনও কাজের জন্য উন্নতির সম্ভাবনা। স্ত্রী ব্যাপারে চাপ বৃদ্ধি। ব্যবসা বা কাজের দিকে নতুন আলো দেখতে পাবেন। তবে বাড়িতে কোনও অশান্তি আজ অনেক দূর যেতে পারে।

কুম্ভ/ Aquarious রাশিফল Rashifal : কর্মক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধির জন্য প্রেমে অশান্তি। প্রাথমিক স্তরের বিদ্যার্থীদের জন্য দিনটি খুব শুভ। আজ বন্ধু বিচ্ছেদ থেকে সাবধান থাকুন। মা অথবা বাবার শরীর নিয়ে বিশেষ চিন্তা থাকবে। আজ কোনও কারণে মনে ভীষণ সংশয় কাজ করবে।

মীন/ Pisces রাশিফল Rashifal : কোনও ভুল সিদ্ধান্তে আপনার অতিরিক্ত খরচ হতে পারে। সংসারে অর্থনৈতিক দিক একটু চাপ বাড়তে পারে। অকারণে আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে।সকালে ভাইয়ের সঙ্গে অশান্তির আশঙ্কা আছে।

Leave a Reply