BRAKING NEWS

Goaltore : পুরোনো ছন্দে ফিরল গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

Goaltore : পুরোনো ছন্দে ফিরল গোয়ালতোড় আনন্দমার্গ স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা, GNE BANGLA

পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের ঐতিহ্যবাহী আনন্দমার্গ প্রাথমিক স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতাকে ঘিরে এদিন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে উৎসাহ ও উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এলাকার ঐতিহ্যবাহী ওই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা গত দুই বছর ধরে কোভিড মহামারি পরিস্থিতির কারণে হয়নি।

আজ সোমবার গোয়ালতোড় আনন্দমার্গ প্রাথমিক স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো গোয়ালতোড় সনকা স্টেডিয়ামে সকাল ৯টায়। এদিন সকালে স্কুলে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালনের পর স্কুলের ছাত্র-ছাত্রীরা তাদের শিক্ষক ও অভিভাবকদের সাথে সনকা স্টেডিয়ামে গিয়ে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হতেই খুশি ছাত্র ও ছাত্রীরা। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় ১৮টি গ্রুপে ৪১টি ইভেন্টে প্রায় ৩০০ জন পড়ুয়া অংশগ্রহণ করে,২টি ইভেন্টে অভিভাবক ও অভিভাবিকেরা অংশগ্রহণ করে। ছুটির দিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায় খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। প্রতিযোগিতার শেষ হওয়ার পর স্কুলের সমস্ত ছাত্র ও ছাত্রী, তাদের অভিভাবক, শিক্ষক ও প্রতিযোগিতায় উপস্থিত বিশিষ্টজনদের জন্য স্কুলে খিচুড়ির ব্যবস্থা করেছিলো স্কুল কর্তৃপক্ষ।

বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা প্রসঙ্গে আমরা গোয়ালতোড় আনন্দমার্গ প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক সনাতন মাহাত এর সাথে যোগাযোগ করেছিলাম, তিনি আমাদের জানান, স্কুলের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও প্রতিযোগিতায় উপস্থিত বিশিষ্টজনদের ঐকান্তিক সহযোগিতায় প্রচেষ্টায় অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা সুন্দরভাবে পরিচালিত ও সাফল্যমণ্ডিত হয়েছে। সনাতন বাবু আরো বলেন, আগামী ২৪ শে জানুয়ারী স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা হবে, এবং আগামী ২৬শে জানুয়ারী স্কুলে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী করা হবে।