Rabindra Bharati University : মুখ্যমন্ত্রীকে আচার্য করে বিল পাশ হলেও আচার্য হিসেবে উপাচার্য নিয়োগ রাজ্যপালের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য করে বিল বিধানসভায় পাশ হয়েছে। তারই মধ্যে সার্চ কমিটির সুপারিশ মেনে আচার্য হিসেবে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।

বৃহস্পতিবার দুপুরে টুইট করে রাজ্যপালের তরফে জানানো হয়েছে, ১৯৮১ সালের রবীন্দ্রভারতী আইনের (১)(বি) ধারা প্রয়োগে, আচার্য হিসেবে রাজ্যপাল জগদীপ ধনখড় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়কে উপাচার্য পদে নিয়োগ করেছেন।
রাজ্যপাল সেই সঙ্গে টুইটে আরও জানিয়েছেন, রবীন্দ্রভারতীর সার্চ কমিটি ২০২২ সালের ৯ জুনের বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের অধ্যাপিকা মহুয়া মুখোপাধ্যায়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক সঞ্জীবকুমার দত্ত এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম প্রস্তাব করে। সেই সুপারিশ মেনেই উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ