“আমার দলই হোক বা অন্য কোনও দল, যেটা ভুল সেটা ভুলই”, রাজনীতির পাঠ দিলেন সাংসদ দেব

"আমার দলই হোক বা অন্য কোনও দল, যেটা ভুল সেটা ভুলই", রাজনীতির পাঠ দিলেন সাংসদ দেব

সৌজন্যমূলক রাজনীতির জন্য ঘাটালের সাংসদ অভিনেতা দেব বিশেষ জনপ্রিয়৷ সোমবার নিজের দলের ভুল থাকলেও তা ভুল বলে স্বীকার করে নিয়ে ফের সৌজন্যমূলক রাজনীতির পাঠ দিলেন তিনি।

সোমবার ঘাটালে কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও অধিকার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে সহায়ক সরঞ্জাম তুলে দিলেন অভিনেতা সাংসদ দীপক অধিকারী। উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রানী, জেলা পুলিশ সুপার দিনেশ কুমার, মহকুমাশাসক সুমন বিশ্বাস প্রমুখরা। এরপর দাসপুরের চাঁইপাটে এম পি কাপ ক্রিকেট টুর্নামেন্টের অনুষ্ঠানে যোগ দেন ঘাটালের সাংসদ।

আরও পড়ুন:  হাতির হানায় জমির আলু ও বাড়ি ধ্বংস, মৃত গবাদি পশু, ধাদিকায় অবরোধ কৃষকদের

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া প্রসঙ্গে সাংসদ দেব বলেন, ‘‘শিক্ষার অভাবে ট্রেনে ঢিল মারা হয় কিংবা আগুন লাগিয়ে দেওয়া হয়। এটি তো মোদী বা দিদির ট্রেন নয়। এটি রাজনৈতিক বাহনও নয়।’’ আবাস যোজনায় দুর্নীতি প্রসঙ্গে দেব বলেন, ‘‘যাঁদের পাকা বাড়ি আছে, তাঁরা অনেকে পেয়ে যাচ্ছেন। অথচ, যাঁদের মাথায় ছাদ নেই, তাঁরা পাচ্ছেন না! এটা তো ভুল।’’ তাঁর সংযোজন, ‘‘আমার দলই হোক বা অন্য কোনও দল, যেটা ভুল সেটা ভুলই।’’

আরও পড়ুন:  জয়রামচকে শুরু হল মিষ্টি জলে মুক্তো চাষ, উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা

এখানেই শেষ হয়৷ রাজনৈতিক সৌজন্যের উল্লেখ করে সাংসদ বলেন, “আমি আর মিঠুনদা যদি বাবা-ছেলের মতো থাকতে পারি, তা হলে সাধারণ মানুষ বা গ্রামের মানুষেরা কেন লড়াই করছেন!’’ বলেন, ‘‘রাজনীতি মানে তো মানুষের পাশে থাকা। আপদে-বিপদে পাশে থাকা। রাজনীতির জন্য মারপিট, রক্তারক্তি নয়। আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি না।’’ তিনি বলেন, ‘‘একটা দল করলে অপর দল শত্রু, এমনটা ভাবা উচিত নয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ