জয়রামচকে শুরু হল মিষ্টি জলে মুক্তো চাষ, উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা

জয়রামচকে শুরু হল মিষ্টি জলে মুক্তো চাষ, উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা

শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ ব্লকের জয়রামচকে মাটির সৃষ্টি প্রকল্পে মিষ্টি জলে মুক্তো চাষের উদ্বোধন করলেন জেলাশাসক আয়েশা রানী। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক ব্যানার্জী ও অন্যান্য আধিকারিকরা।

মাটির সৃষ্টি প্রকল্পের অধীনে মাছ চাষ, আন্তঃফসল চাষ প্রভৃতির উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের তরফে। বিকল্প আয়ের উৎস হিসেবে প্রকল্পের মাধ্যমে সাহায্য করা হচ্ছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী ও কো-অপারেটিভের সদস্যদের। সেই প্রকল্পেই প্রাথমিক ভাবে জয়রামচক মৃত্তিকা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির ১২ জনকে প্রশিক্ষণ দেওয়া হয় মিষ্টি জলে মুক্তো চাষের বিষয়ে৷

আরও পড়ুন:  স্কুল খুলতেই ছাত্র সপ্তাহ পালনের নির্দেশিকা, দুই মেদিনীপুরের গড়ময়না ও পলাশী প্রাথমিক বিদ্যালয়ে প্রথম দিন

প্রথম বার মুক্তো চাষে ৮ মাস থেকে ১০ মাস সময় লাগে৷ এরপর উৎপাদন শুরু হলে মাথাপিছু মাসিক আয় ৪৫০০ টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হতে পারে। মূলত মাছ চাষের পুকুরেই মুক্তো চাষের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন:  Medinipur: আদিবাসী সংগঠনের ডাকে স্থানে স্থানে অবরোধ, বাস পরিষেবা বিপর্যস্ত

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ