BRAKING NEWS

Jhargram : নারী দিবস ও বসন্ত উৎসব উদযাপন মানিকপাড়ায়, যোগদান বৃহন্নলাদেরও

আবিরের রং-এ উদযাপিত হল বসন্ত উৎসব সঙ্গে পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। স্বতঃস্ফূর্ত যোগদান করলেন বৃহন্নলারাও। উদ্যোগে ঝাড়গ্রামের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত।

মহিলাদের সমানাধিকার, লিঙ্গবৈষম্য দূরীকরণ, বাল্যবিবাহ রোধ ও পঞ্চায়েতের মাধ্যমে মহিলাদের আর্থিক ও সমাজিক বিকাশে জন্য কাজ করে চলেছে মানিকপাড়া গ্রাম পঞ্চায়েত। এই কাজের জন্য সম্মানিতও হয়েছে পঞ্চায়েত। কেরালায় রাজ্যের হয়ে একমাত্র পঞ্চায়েত হিসেবে প্রতিনিধিত্ব করেছে। মডেল পঞ্চায়েত গঠনের লক্ষ্যে এগিয়ে চলেছে। আন্তর্জাতিক নারী দিবস ও বসন্ত উৎসবকে কেন্দ্র করে পুনরায় অভিনবত্ব পঞ্চায়েতের উদ্যোগে।

Train Cancel : ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু যাবে না পুরো পথ, বাতিল বেশ কয়েকটি ট্রেন

মানিকপাড়া বনান্তিকা উদ্যানে মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বুধবার আন্তর্জাতিক নারী দিবস ও বসন্ত উত্‍সব উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে সামিল হন এলাকায় বসবাসকারী বৃহন্নলারা। বিভিন্ন ভাবে প্রচেষ্টা চললেও সামাজিক ভাবে বিভিন্ন ক্ষেত্রে এখনও বৃহন্নলারা ব্রাত্য থাকেন। গ্রাম পঞ্চায়েতের তরফে তাঁদের সঙ্গে নিয়ে উৎসবে সামিল হওয়াকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। অনুষ্ঠানে স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এছাড়াও উপস্থিত ছিলেন মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী মুদি, উপ প্রধান মহাশীষ মাহাতো, পঞ্চায়েতের সচিব সত্যজিত্‍ রায়, পঞ্চায়েতের সদস্য বিনয় মাহাতো, জয়দেব দাস, চন্দন পাত্র, ধনপতি মাহাতো, গ্রাম পঞ্চায়েত এলাকার স্ব সহায়ক দলের সংঘ-নেত্রী মীরা মাহাতো, মালা মাহাতো প্রমুখরা।

Medinipur : দোল উৎসবের শোভাযাত্রা, সহায়তায় জেলা বঙ্গ জননী কমিটি