Paschim Medinipur: পুলিশকে তিরস্কার কোর্টের, ওসি ও পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Paschim Medinipur: পুলিশকে তিরস্কার কোর্টের, ওসি ও পুলিশ সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। তদন্তের নির্দেশ দেওয়া হল ওসি ও পুলিস সুপারের বিরুদ্ধে। এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে এই নির্দেশ আদালতের।

জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুর থানার বাসিন্দা এক গৃহবধূ গণধর্ষণের অভিযোগ জানাতে স্বামীর সঙ্গে থানায় গেলে তাঁর অভিযোগ নেওয়া হয়নি। জেলা আদালতের নির্দেশ এমনকি পুলিশ সুপারের কাছে দরবারের পরেও সুরাহা হয়নি। এরপর ঐ গৃহবধূ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে কড়া নির্দেশ দিল বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ। আনন্দপুর থানার ওসি সুবীর মাজি এবং জেলা পুলিশ সুপার দীনেশ কুমার- এর বিরুদ্ধে রাজ্য পুলিশের ডিজি-কে তদন্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে অবিলম্বে এই বিষয়ে স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুর সফরের প্রাক্কালে এই ঘটনায় অস্বস্তিতে জেলা পুলিস প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ