জঙ্গলমহল স্তব্ধ মাওবাদীদের ডাকা বাংলা বনধে

জঙ্গলমহল স্তব্ধ মাওবাদীদের ডাকা বাংলা বনধে

ঝাড়গ্রাম শহর-সহ বিনপুর ১ ও ২ নম্বর ব্লকে এবং বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, গিধনি, দহিজুড়ি-সহ বিস্তীর্ণ এলাকায় মাওবাদীদের ডাকা বাংলা বনধের গুরুত্বপূর্ণ প্রভাব পরিলক্ষিত হল শুক্রবার সকাল থেকে।

গতকালই বেলপাহাড়িতে উদ্ধার হয়েছে ল্যান্ডমাইন। বিগত কয়েকমাসে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় মাওবাদী পোস্টার মিলেছে। ধারণা করা হচ্ছে ধীরে জঙ্গলমহলে ফের প্রভাব বৃদ্ধি করছে মাওবাদীরা। সেই পরিস্থিতিতে আত্মসমর্পণ করে মূল স্রোতে ফিরে আসা মাওবাদীদের স্পেশাল হোমগার্ড হিসেবে চাকরি দেওয়ার ক্ষেত্রে দুর্নীতিঅভিযোগ তুলে শুক্রবার বাংলা বনধের ডাক দেওয়া হয়েছিল মাওবাদীদের পক্ষ থেকে। সমস্ত জঙ্গলমহল জুড়ে তার প্রভাব পরিলক্ষিত হল। ঝাড়গ্রাম শহর-সহ বিনপুর ১ ও ২ নম্বর ব্লকে এবং বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, লালগড়, শিলদা, গিধনি, দহিজুড়ি-সহ বিস্তীর্ণ এলাকায় বেসরকারি বাস, দোকানপাট, বাজার রয়েছে বন্ধ। রাস্তাও যথেষ্ট ফাঁকা। বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়া লাগোয়া রানিবাঁধ, রাইপুর ও সারেঙ্গা ব্লক এলাকাতেও বনধের প্রভাব রয়েছে।

আরও পড়ুন:  Debra: বিডিও-এসডিও দের এসি বন্ধ করে কাঠের চেয়ার দেওয়ার নিদান তৃণমূল বিধায়কের

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ