Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

Breaking news : এই মুহূর্তের ব্রেকিং নিউজ

* কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শনিবারই এসএসসি-র নবম-দশমে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় এফআইআর দায়ের করেছে সিবিআই। শুরু হয়েছে তদন্ত প্রক্রিয়া। এদিকে সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল রাজ্য সরকার।

* কর্ণাটকের বেঙ্গালুরু জুড়ে বোমাতঙ্ক । ৭টি স্কুলে হুমকি দিয়ে ই-মেল, তাতে লেখা, ‘শক্তিশালী বোমা স্কুলে লুকিয়ে রাখা হয়েছে৷ এটা কোনও মজার ঘটনা নয়৷ অবিলম্বে পুলিসকে ফোন করো৷’ এই হুমকি ই-মেলকে ঘিরে শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ সময় নষ্ট না করে স্কুলগুলির তরফে পুলিসকে ই-মেলের বিষয়টি জানানো হয়৷ ইতিমধ্যে স্কুলগুলিতে পৌঁছেছে পুলিস৷ পাঠানো হয়েছে বম্ব ও ডগ স্কোয়াডকে৷ স্কুল খালি করে জোরকদমে চলছে তল্লাশি

* আগামী ১২ এপ্রিল রাজ্যের দুই কেন্দ্রে উপনির্বাচন – আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভা। আসানসোলে ১১৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে কমিশন সূত্রে খবর। লোকসভা উপনির্বাচন ঠিক আগেই আসানসোলের দুই পুলিশ আধিকারিককে বদলি করার নির্দেশ দিল নির্বাচন কমিশন।আসানসোল দক্ষিণ থানার আইসি এবং জামুড়িয়া থানার ওসি কে বদলি করা হয়েছে। তাঁদের জায়গায় নতুন দায়িত্ব কারা নিচ্ছেন, তা এখনও স্পষ্ট নয়। তারই মধ্যে রাজ্য পুলিশের রদবদল নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ৪/১২/২০২২

* তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কথায় পরিষ্কার, তাঁরা এক ইঞ্চি জমিও ছাড়বেন না৷ ফের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি নিয়ে রাজনৈতিক প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। “ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে আগামী বছর নির্বাচন। আর সেই নির্বাচনে লড়াই করবে তৃণমূল কংগ্রেস।”

* মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরেই শুক্রবার সকাল থেকে কোলকাতায় মাঠে নামল ইবি। কোথাও কোনও অসাধু ব্যবসায়ী অথবা ফঁড়েদের কারণে কৃত্রিমভাবে বাজার দর বেড়েছে কি না, তিনি তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে (ইবি)।

* আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টি চলবে, শুধু বৃষ্টিই নয়, তার সঙ্গে কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়াও বইতে পারে৷ তবে আগামী তিন থেকে চারদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। দখিনা বাতাসে ভর করে জলীয়বাষ্প ঢুকছে। তাই তাপমাত্রা বেশি না হলেও আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা থাকবে।

* পেট্রলে জল মিশিয়ে বিক্রি করার অভিযোগ উঠল কোচবিহারের মাথাভাঙার শিকারপুরে৷ যে ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল ওই পেট্রল পাম্পে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ৷ পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷ পুলিশ আপাতত পাম্পটি সিল করে দিয়েছে ৷ এনিয়ে মালিকপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি ৷ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আরও পড়ুন:  Corona Update : পশ্চিমবঙ্গের করোনা আপডেট ৩/১২/২০২২

* এসএসকেএম হাসপাতালের মেডিকেল বোর্ড সূত্রে জানানো হয়েছে শারীরিক অবস্থা আগের তুলনায় সামান্য উন্নতি হয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের । আজ শুক্রবার রুটিন পরীক্ষা ছাড়াও অনুব্রত মণ্ডলের বুকে এবং ইউরিনারি ট্র্যাকে ইউএসজি করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

* ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২২-এ মুম্বাই ইন্ডিয়ান্সের খারাপ পারফরম্যান্সের পরে কোনও একজন খেলোয়াড়কে দোষারোপ করার পরিবর্তে, অধিনায়ক রোহিত শর্মা তাদের টানা তৃতীয় পরাজয়ের পরে সতীর্থদের বলেছিলেন যে আগামী ম্যাচগুলিতে লক্ষ্যে পৌঁছানোর জন্য তাদের মরিয়া এবং মরিয়া হওয়া উচিত। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মৌসুমের শুরুটা খারাপ ছিল, প্রথম তিন ম্যাচে দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস এবং কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ