Medinipur : জেলার সেরা স্কুল মেদিনীপুর রামকৃষ্ণ মিশন, পুরস্কৃত স্কুল ও জেলার ২ শিক্ষারত্ন

Medinipur : জেলার সেরা স্কুল মেদিনীপুর রামকৃষ্ণ মিশন, পুরস্কৃত স্কুল ও জেলার ২ শিক্ষারত্ন

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে শিক্ষক দিবস উদযাপিত হল কলকাতার ধনধান্য স্টেডিয়ামে অনুষ্ঠিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। এই দিন জেলার সেরা স্কুল হিসেবে পুরস্কৃত করা হয় মেদিনীপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়কে। সেই সঙ্গে সম্মান জানানো হয় জেলার এই বছরের ২ জন শিক্ষারত্নকেও।

আরও পড়ুন:  Medinipur : সাইবার ক্রাইমের সচেতনতা শিবির আলিগঞ্জ বালিকা বিদ্যালয়ে

এইদিন জেলাশাসরের দপ্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক খুরশিদ আলী কাদরি, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি প্রমুখরা। প্রশাসনের তরফে জেলার ২৪ জন ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেওয়া হয়। জেলায় সেরা স্কুল হিসেবে পুরস্কৃত করা হয় মেদিনীপুর রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়কে। ২০২৩ সালের জেলার দুই শিক্ষারত্ন – ডেবরা থানার শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ের অধ্যক্ষা ড. রূপা দাশগুপ্ত ও গোবিন্দপুর মকরামপুর স্বর্ণময়ী শাসমল শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক উত্তম কুমার মহান্তিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসনের তরফে সম্মান জানানো হয়।

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ