Kurmi : কুড়মিদের ঘোষণা ‘রেল রোকো’ স্থগিত, বাতিল হচ্ছে না ট্রেন

Kurmi : কুড়মিদের ঘোষণা 'রেল রোকো' স্থগিত, বাতিল হচ্ছে না ট্রেন

কলকাতা হাইকোর্ট ‘রেল রোকো’ আন্দোলন বেআইনি ঘোষণা করার পরেই আগামী ২০ সেপ্টেম্বর স্থগিত হল কুড়মিদের রেল অবরোধ আন্দোলন। আন্দোলনের জেরে দক্ষিণ পূর্ব রেলের তরফে আগাম বাতিল ঘোষিত হওয়া ট্রেনগুলি পুনরায় চলবে বলে জানা গিয়েছে।

আগামী বুধবার ২০ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের খেমাশুলি এবং পুরুলিয়ার কুস্তাউরে যে রেল এবং সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল। এরপরেই দক্ষিণ পূর্ব রেলের তরফে বহু ট্রেন আগাম বাতিল ঘোষণা করা হয়৷ রেল যাত্রীদের ফের দুর্ভোগের সম্ভাবনা দেখা দেয়। প্যলুজোর আগে দুর্ভোগের অভিযোগ তুলে ধরেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন ‘পুরুলিয়া চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’র জেলা সভাপতি গোবিন্দ মুখোপাধ্যায়। মঙ্গলবার সেই মামলায় আদালতের পর্যবেক্ষণ কুড়মিদের কর্মসূচি ‘জনস্বার্থ বিরোধী’। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে। প্রয়োজনে রাজ্যকে কেন্দ্রী বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শও দেওয়া হয়।

আরও পড়ুন:  Scam : সিআইডি-কে কড়া ধমক! দুর্নীতি মামলায় রাজ্যের ৫০ লক্ষ টাকা জরিমানা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এরপরেই পিছু হটেন কুড়মি নেতারা৷ অজিত মাহাতো বিবৃতি দিয়ে জানান, পুলিশি অত্যাচার, পুলিশি সন্ত্রাস, জায়গায় জায়গায় আমাদের নেতাদের ধরপাকড়, থানায় থানায় কর্মীদের আটক করা হচ্ছে। এই পরিস্থিতিতে আমরা আদিবাসী কুড়মি সমাজ আলোচনা করে আপাতত আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে৷ আগামী ৩০ সেপ্টেম্বর কমিটির আলোচনার পরে পরবর্তী পদক্ষেপ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Kurmi : কুড়মিদের ‘রেল রোকো’ বেআইনি, রায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ