Medinipur : আরপিএফ এর তৎপরতা, ট্রেন থেকে পড়ে কপাল জোরে বাঁচলেন মহিলা

Medinipur : আরপিএফ এর তৎপরতা, ট্রেন থেকে পড়ে কপাল জোরে বাঁচলেন মহিলা

বৃহস্পতিবার সকালে ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি পড়ে লেডি আরপিএফ এর তৎপরতায় প্রাণে বাঁচলেন এক মহিলা। মেদিনীপুর স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে সকাল ১০:০৫ নাগাদ ঘটনাটি ঘটে। ট্রেন ও প্লাটফর্মের মধ্যবর্তী অংশে পড়ে যাওয়া মহিলাকে উদ্ধার করেন আরপিএফ এর মাই সেহেলি টিমের দুই সদস্যা।

আরও পড়ুন:  Medinipur: বিজেপি যুব মোর্চার কোতোয়ালী থানা ঘেরাও কর্মসূচি, অখিল গিরির গ্রেপ্তারির দাবি

জানা গিয়েছ, এই দিন সকালে মেদিনীপুরের এক নম্বর প্লাটফর্মে আসে ০৮৬৮৬ আদ্রা-খড়গপুর মেমু। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে রোজিনা বিবি নামে এক মহিলা পড়ে যান ট্রেন ও প্লাটফর্মের মধ্যবর্তী স্থানে। তাঁর শরীরের অর্ধেক অংশ চলে যায় সেই ফাঁকে। সেই সময় আরপিএফ এর সেহেলি টিমের সদস্যা এলসি কাঞ্চন কুমারী ও হেড কনস্টেবল দীপক ঘোষ সেখানে ডিউটিতে ছিলেন। বিপদ বুঝেই তৎপর হয়ে সেই মহিলা যাত্রীকে টেনে বের করে আনেন তাঁরা। তাঁদের সাহায্য করেন কয়েকজন যাত্রীও।

আরও পড়ুন:  এবিটিএ-এর জেলা সম্মেলন সামনেই, জোরকদমে চলছে প্রচার ও প্রস্তুতি

মহিলা যাত্রীকে রক্ষার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যাত্রীরা প্রশংসা করেছেন আরপিএফ এর তৎপরতার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ