“বাংলাকে কঙ্কালে পরিণত করেছে মুখ্যমন্ত্রী”-বাংলার অর্থভান্ডার প্রসঙ্গে বলেন শাহ

"বাংলাকে কঙ্কালে পরিণত করেছে মুখ্যমন্ত্রী"-বাংলার অর্থভান্ডার প্রসঙ্গে বলেন শাহ

আজ শিলিগুড়িতে জনসভার মাধ্যমে রামপুরহাট গণহত্যা ও হাঁসখালি ধর্ষণ মামলাকে ইস্যু করে রাজ্য সরকারকে কড়াঘাত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বইটুই গ্রামে ৯ জনকে মুখ্যমন্ত্রী জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে বলেই এদিন অভিযোগ তুললেন শাহ।

এদিন জনসভা মঞ্চ থেকে অমিত শাহ জানিয়েছেন,’২২শে মার্চ থেকে এখনো পর্যন্ত ১৮১টি রাজনীতি হিংসার ঘটনা ঘটেছে। তবে তদন্ত করার পর সুপ্রিম কোর্ট সিবিআইয়ের হাতে ৬৪টি ধর্ষণ ও ৫২টি খুনের মামলার দায়িত্বভার তুলে দিয়েছেন। দেশের কোথাও কোন ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী তৃণমূলের প্রতিনিধিদল পাঠিয়ে দেয়। অথচ রামপুরহাটে আটজন মহিলা ও একটি শিশুর মৃত্যু ঘটনার পরেও সেখানে কোনো প্রতিনিধি দল যায়নি কেন! বীরভূম আপনার রাজ্যের অন্তর্গত নয়’!

আরও পড়ুন:  “অতি বাড় বেড় না, ঝড়ে ভেঙে যাবে”, এসপি-কে হুঁশিয়ারি শুভেন্দুর

আবার নাবালিকা ধর্ষণ প্রসঙ্গে শাহ বলেছেন,’ হাঁসখালিতে একজন নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হলো সেখানেও তৃণমূলের কোনো প্রতিনিধি দল গিয়ে বিষয়টি খতিয়ে দেখেনি কেন! নিজের রাজ্যের ঘটনায় মাথা ব্যাথা নেই অথচ দেশে কিছু হলে সেখানে ছুটে যান’।

আরও পড়ুন:  Dilip Ghosh: “পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক দেখাই করেন না”, গুরুতর অভিযোগ বিজেপি সাংসদের

আবার বাংলার অর্থভান্ডার প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্য,’বাংলাকে কঙ্কালে পরিণত করেছে মুখ্যমন্ত্রী। ১৯৪৭ সালে জিডিপিতে বাংলার অংশ ছিল ৩০ শতাংশ যেটা ২০২২ সালে মমতা ব্যানার্জির আমলে কমে গিয়ে দাঁড়িয়েছে ৩.৩ শতাংশে। ২০১১ সালে অর্থনৈতিক দিক থেকে বাংলা ৭ নম্বরে ছিল। কিন্তু ২০২২ সালে ৭ নম্বর থেকে ২৩ নম্বরে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ