Jhargram : খসে পড়লো চাঙড়, চাঞ্চল্য সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে

Jhargram : খসে পড়লো চাঙড়, চাঞ্চল্য সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ে

সদ্য একবছর হল চালু হয়েছে ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়। কিন্তু তারই মধ্য বিপর্যয়। নতুন ভবনের চাঙড় খসে পড়লো মেঝেতে৷ যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্ত্বরে। খবর দেওয়া হয়েছে পূর্ত দফতরকে।

আরও পড়ুন:  Heat Wave : জঙ্গলমহলে তাপপ্রবাহের সতর্কতা, বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে না আবহাওয়া দফতর

জানা গিয়েছে, শুক্রবার সকালে সাধু জিতুশোলে রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের মিউজিক বিভাগের সামনে চাঙর খসে পড়ে মেঝেতে। সৌভাগ্য ক্রমে কোন ছাত্রছাত্রী সেই সময় উপস্থিত না থাকায় কেউ আহত হয়নি৷ ইতিমধ্যে মিউজিক বিভাগের ক্লাস অন্য শ্রেণীকক্ষে স্থানান্তরিত করা হয়েছে৷ ভবনটির নির্মাণের দায়িত্বে ছিল পূর্ত দপ্তর। পূর্ত দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে৷ কিন্তু ভবনের নির্মাণের এক বছরের মধ্যেই এই রূপ অঘটনে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে৷

আরও পড়ুন:  Jhargram Bandh : কুড়মিদের সঙ্গে আদিবাসীদের বনধ ঘিরে বচসা মানিকপাড়া বাজারে

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ