Jhargram Bandh : কুড়মিদের সঙ্গে আদিবাসীদের বনধ ঘিরে বচসা মানিকপাড়া বাজারে

Jhargram Bandh : কুড়মিদের সঙ্গে আদিবাসীদের বনধ ঘিরে বচসা মানিকপাড়া বাজারে

কুড়মি সম্প্রদায়ের দাবির বিরোধিতা করে বনধ ডেকেছে জঙ্গলমহলের ২৪ টি আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন’। সেই বনধ পালনকে কেন্দ্র করে বনধ সমর্থকদের সঙ্গে কুড়মিদের বচসা বাঁধলো ঝাড়গ্রামের সরডিহায় মানিকপাড়া বাজারে।

কুড়মি জাতিতে তফসিল উপজাতি তালিকাভুক্ত করা, কোড সহ সারনা ধর্মের স্বীকৃতি, কুড়মালী ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মি সমাজ। তারই বিরুদ্ধে সরব হয়েছে আদিবাসী সংগঠনগুলি। তাদের অভিযোগ, কুড়মি সমাজের দাবি অসংগত এবং কুড়মিরা ইতিহাস বিকৃত করার প্রচেষ্টা চালাচ্ছে। কুড়মিদের দাবি ও আন্দোলনের প্রতিবাদে পাল্টা আন্দোলনে নেমে ২৪ টি আদিবাসী সংগঠনের যৌথ মঞ্চ ‘ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন’ বৃহস্পতিবার ১২ ঘন্টার বনধের ডাক দিয়েছে। সেই বনধ পালনকে কেন্দ্র করেই এইদিন বেলার দিকে উত্তেজনা তৈরি হয় ঝাড়গ্রামের সরডিহা এলাকায়।

আরও পড়ুন:  Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

অভিযোগ, আদিবাসী সংগঠনের তরফে বনধ সমর্থকেরা মানিকপাড়া বাজারের কুড়মি সমাজের দোকানদারদের দোকান বন্ধ রাখার দাবি জানান। এর প্রতিবাদ করেন দোকানদাররা। তাঁদের বক্তব্য, কুড়মিদের বিরুদ্ধে এই বনধে কুড়মিদের দোকান বন্ধ করার প্রচেষ্টা অনৈতিক। এর জেরে বনধ সমর্থকদের সঙ্গে সাময়িক বচসা তৈরি হয় তাঁদের। সৌভাগ্যক্রমে বিষয়টি কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ