BRAKING NEWS

Medinipur Potato Farmers : ফলন কম-খরচ বেশি, আলু চাষিদের মাথায় হাত

গত কয়েক গত কয়েক বছর ধরে আলু চাষ বেশ লাভজনক এক ফসল হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান বছরে আলুর দাম থাকলেও চাষের ক্ষেত্রে খরচ ও আলুর ফলন কম থাকায় এখন আলু চাষীদের মাথায় হাত।

পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকা ও ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষকরা আলু চাষ করে থাকেন, বর্তমান সময়ে মাঠ থেকে আলু তোলার কাজ চলছে। এক বিঘা জমিতে আলু চাষের জন্য ৩ থেকে ৪ বস্তা আলু বিচ লাগে, বস্তা পিছু খরচ ২২০০ থেকে ২৫০০ টাকা। এছাড়াও রাসায়নিক সার লাগে প্রায় ৯ থেকে ১০ হাজার টাকার। এবং মজুরি বাবদ প্রায় ৬ থেকে ৮ হাজার টাকা খরচ হয়ে থাকে । এছাড়াও কিটনাশক , সেচ ও অন্যান্য খরচ তো রয়েছেই। মোটামুটিভাবে দেখতে গেলে একবিঘা আলু চাষের জন্য একজন কৃষককে খরচ করতে হয়েছে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা। কিন্তু দাম থাকলেও এই মাত্রাতিরিক্ত খরচ ও কম ফলনের কারনে এবছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন মেদিনীপুর – ঝাড়গ্রাম জেলার আলু চাষিরা।

Mousumi Murmu Medinipur : শালবনীর মেয়ে ভারতীয় ফুটবল দলে, ভিয়েতনাম চললেন ইস্টবেঙ্গলের মৌসুমী

এমত অবস্থায় সরকারি তরফে কোন সদর্থক পদক্ষেপ নিলে ভালো হয় বলে মনে করছেন দুই জেলার কৃষক বন্ধুরা। অনেকের মতে এই বছর আলুর দাম আগের বছরের মতোই আছে অর্থাৎ ৫০০ থেকে ৬০০ টাকা, কিন্তু রাসায়নিক ও বিচের মাত্রাতিরিক্ত দামের কারনে চাষে কোন লাভ নেই শুধুমাত্র টাকার পরিবর্তন হয়েছে।

Medinipur : রাজ্য সরকারি কর্মচারী হয়েও তৃণমূলের পদাধিকারী, জেলাশাসকের কাছে অভিযোগ বিজেপির