অজিত মাইতির বিতর্কিত বক্তব্যের প্রেক্ষিতে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি করজোড়ে বলেন, “যদি তার বক্তব্যে ঘুরিয়ে বলার জন্য বা তার মুখফস্কে বেরিয়ে যাওয়ার জন্য মাহাতোরা দুঃখ পেয়ে থাকে, আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি।”

বিধায়ক তৃণমূল বিধায়ক তথা দলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতির কুড়মি নেতাদের সম্পর্কে ‘খালিস্থানি’ মন্তব্যকে কেন্দ্র করে ক্রমশ অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে জঙ্গলমহলে। তারই মধ্যে সোমবার ভিডিও বার্তায় নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছিলেন তিনি। এবার সাংবাদিক সম্মেলনে ক্ষমা চাইলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “আমারও খুব খারাপ লেগেছে। আমি অজিত মাইতিকে ফোন করেছিলাম। ও বললো, আমি অন্যভাবে বলতে চেয়েছিলাম, ওরা অন্যভাবে ঘুরিয়ে বলেছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “যারা মাহাতো কুড়মি আমি তাদের ভালোবাসি। তাদের দাবি মতো, আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠিও লিখেছি।”

জনপ্রিয় খবর:  Convoy Attack : কনভয়ে হামলায় বিজেপি যোগ! গ্রেপ্তারিতে উঠছে প্রশ্ন

মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, “অজিত মাইতি যদি কিছু বলে থাকে, যদি কেউ তার বক্তব্য বিজেপির কেউ বিকৃত করে থাকে, তাহলে বলবো, ঐ বক্তব্য আমাদের বক্তব্য নয়! আমরা কুড়মিদের যোগ্য সম্মান করি।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, “যদি তার বক্তব্যে ঘুরিয়ে বলার জন্য বা তার মুখফস্কে বেরিয়ে যাওয়ার জন্য মাহাতোরা দুঃখ পেয়ে থাকে, আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা নিয়ে রাজনীতি করার জায়গা নেই।”

জনপ্রিয় খবর:  Kurmi : রাজেশ মাহাতো সহ ৮ জন জেলে, আদিবাসীদের বনধ, বিরবাহাকে হেনস্থার প্রতিবাদ

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার অজিত মাইতি এক সভায় বলেন, “আমরা কুড়মিদের বিপক্ষে নই। কিন্তু স্বঘোষিত কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্থানি নেতাদের মত কুড়মিদের ভুল বোঝাচ্ছেন।” সেই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোও। কুড়মি নেতাদের খালিস্থানি নেতাদের সঙ্গে তুলনা করে মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কুড়মিদের তরফে তীব্র প্রতিবাদ শুরু হয়। রবিবার শিলদায় অজিত মাইতির কুশপুত্তলিকা দাহ হয়। সোমবার ঘেরাও করা হয় শ্রীকান্ত মাহাতোর বাড়ি। পড়ে পোস্টার। অজিত মাইতি যতদিননা প্রকাশ্যে ক্ষমা চাইছেন ততদিন কুড়মিদের তরফে তাঁকে বয়কটের ডাক দেওয়া হয়েছে।