Kurmi Ajit Maity : “কাউকেই খালিস্থানি বলিনি”, বিতর্কের মাঝে ব্যাখ্যা অজিত মাইতির

Kurmi Ajit Maity : "কাউকেই খালিস্থানি বলিনি", বিতর্কের মাঝে ব্যাখ্যা অজিত মাইতির

চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

জঙ্গলমহল জুড়ে ‘খালিস্থানি’ মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের মাঝে নিজের মন্তব্যের ব্যাখা দিলেন তৃণমূলের জেলা কো-অর্ডিনেটর বিধায়ক অজিত মাইতি। তিনি বলেন, “কাউকেই খালিস্থানি বলিনি, বলেছি স্বঘোষিত খালিস্থানি নেতাদের মতো কেউ কেউ সরল সিধে কুড়মি ভাইবোনেদের তৃণমূল থেকে টেনে নিয়ে গিয়ে অন্য কিছু করানোর চেষ্টা করছে।”

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার অজিত মাইতি এক সভায় বলেন, “আমরা কুড়মিদের বিপক্ষে নই। কিন্তু স্বঘোষিত কিছু কুড়মি নেতা স্বঘোষিত খালিস্থানি নেতাদের মত কুড়মিদের ভুল বোঝাচ্ছেন।” সেই সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রীকান্ত মাহাতোও। কুড়মি নেতাদের খালিস্থানি নেতাদের সঙ্গে তুলনা করে মন্তব্য সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই কুড়মিদের তরফে তীব্র প্রতিবাদ শুরু হয়। রবিবার শিলদায় অজিত মাইতির কুশপুত্তলিকা দাহ হয়। সোমবার ঘেরাও করা হয় শ্রীকান্ত মাহাতোর বাড়ি। পড়ে পোস্টার। অজিত মাইতি যতদিননা প্রকাশ্যে ক্ষমা চাইছেন ততদিন কুড়মিদের তরফে তাঁকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। তারই মধ্য ভিডিও মারফত বার্তা দিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিলেন বিধায়ক।

আরও পড়ুন:  Kurmi Arrest : ফের গ্রেপ্তার কুড়মি আন্দোলনকারী, পুলিশি অত্যাচারের অভিযোগ, ৬ জুন কুড়মি সমাবেশ

তিনি বলেছেন, “কুড়মি ও আদিবাসী ভাইবোনের প্রতি আমরা অত্যন্ত শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল। আমি কাউকেই খালিস্থানি বলিনি। বলেছি, স্বঘোষিত খালিস্থানি নেতাদের মতো কেউ কেউ সরল সিধে কুড়মি ভাইবোনেদের তৃণমূল থেকে টেনে নিয়ে গিয়ে অন্য কিছু করানোর চেষ্টা করছে। সরকার বিরোধী আন্দোলন করছে।” তিনি বলেন, “মানুষ তো সরকারের পক্ষে। মানুষের বিপক্ষে চলে যাচ্ছে আন্দোলন। আমরা অনুরোধ করেছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আপনারা আস্থা রাখুন, এসব করবেন না।” তিনি বলেন, “বিজেপি, সিপিএম দেওয়াল লিখবে কিন্তু তৃণমূল দেওয়াল লিখবে না সেটা তো হতে পারে না। কারণ আমরা উন্নয়নের কাজ করেছি। আর সেই দাবি নিয়েই আমরা মানুষের কাছে প্রচার করি।” তিনি বলেন, “কুড়মি ভাইবোনেদের প্রতি আমরা শ্রদ্ধাশীল ও সহানুভূতিশীল। আপনাদের অনুরোধ করছি, আপনারা আসুন এই উন্নয়নের মহাযজ্ঞে সামিল হোন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ