Manikpara GP: কুৎসা ও অপপ্রচারের অভিযোগ সাংবাদিকদের বিরুদ্ধে, পঞ্চায়েতের পিটিশন জেলাশাসককে

Manikpara GP: কুৎসা ও অপপ্রচারের অভিযোগ সাংবাদিকদের বিরুদ্ধে, পঞ্চায়েতের পিটিশন জেলাশাসককে

 

বাংলা সংবাদমাধ্যমের নির্দিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে প্রকল্প সংক্রান্ত দুর্নীতির বিষয়ে অপপ্রচার ও কুৎসার অভিযোগ এনে জেলাশাসকের দ্বারস্থ হলেন ঝাড়গ্রামের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের (Manikpara GP) প্রধান কল্যানী মুদি, উপপ্রধান মহাশীষ মাহাতো ও তিনজন সদস্য। ইতিমধ্যে তাঁদের অভিযোগের প্রেক্ষিতে জেলাশাসকের দফতরের তরফে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (এডিএম), পঞ্চায়েত এই বিষয়ে উপযোগী ব্যবস্থা নেওয়ার জন্য জানিয়েছেন ডিসট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসারকে ।

গত ১২ ই সেপ্টেম্বর মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের তরফে পঞ্চায়েত প্রধান কল্যানী মুদি, উপপ্রধান মহাশীষ মাহাতো ও তিন জন সদস্য জেলাশাসকের দফতরে পিটিশন জমা দিয়ে অভিযোগ জানান, বাংলা সংবাদমাধ্যমের দুই জন সাংবাদিক তাদের ও পঞ্চায়েতের বিরুদ্ধে কুৎসা ও অপপ্রচার চালাচ্ছেন। অভিযোগ, নির্দিষ্ট সাংবাদিকরা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান ও তিন জন সদস্যর বিরুদ্ধে তথ্য প্রমাণ ব্যতীত সম্পূর্ণ মনগড়া ভাবে কোটি কোটি টাকা তছরুপের ভিত্তিহীন সংবাদ পরিবেশন করেছেন। এই সংবাদ পরিবেশনের ফলে পঞ্চায়েত ও পঞ্চায়েতের পদাধিকারীদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে বলে অভিযোগ করে পঞ্চায়েতের পক্ষ থেকে জেলাশাসকের কাছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির সত্যতা যাচাই করা ও অন্যথা নির্দিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন:  Jhargram: “তৃণমূলের ডিএনএ-তে গন্ডগোল, ডিএনএ অসম্মানের”, আক্রমণ সুকান্ত মজুমদারের

অন্যদিকে মানিকপাড়া পঞ্চায়েতের তরফে প্রধান, উপপ্রধান ও সদস্যদের পিটিশনের ভিত্তিতে ঝাড়গ্রাম এডিএম (পঞ্চায়েত) উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ডিসট্রিক্ট ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসারকে বিষয়টি অবগত করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ