Medinipur Puja: সংযুক্ত পল্লী সার্বজনীনের দুর্গোৎসবে এবারের বিষয় ‘স্বাধীনতার ৭৫’

Medinipur Puja: সংযুক্ত পল্লী সার্বজনীনের দুর্গোৎসবে এবারের বিষয় 'স্বাধীনতার ৭৫'

মেদিনীপুরের সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটিপুজো এই বছর ৭১ তম বর্ষে পদার্পণ করলো। সারা দেশ জুড়ে চলা স্বাধীনতার ৭৫ বছরের উদযাপনকে স্মরণে রেখেই এবারের পুজো ভাবনা ‘স্বাধীনতার ৭৫’ তুলে ধরবে দেশের দীর্ঘ দুই শতাব্দীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস।

প্রতি বছরেই আকর্ষণীয় পুজোর আয়োজন করে মেদিনীপুরের সংযুক্ত পল্লী সর্বজনীন দুর্গোৎসব কমিটি। ব্যতিক্রম হচ্ছে না এই বছরেও। এবারের পুজো ভাবনা ‘স্বাধীনতার ৭৫’ তুলে ধরবে দেশের দীর্ঘ দুই শতাব্দীর স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। দূর্গাপুজোর এইবছরের বাজেট প্রায় ১৫ লক্ষ টাকার বেশি বলে জানিয়েছেন কার্যকরী সভাপতি তাপস সিনহা। তিনি আরও জানান, এই ভাবনাকে রূপায়ণ করবেন শিল্পী প্রশান্ত খাটুয়া৷ বর্তমান প্রজন্ম দেশের সুদীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে অবগত নয়, সেই কারনেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন তাপসবাবু। তিনি জানান, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে মেদিনীপুর জেলার বিশেষ ঐতিহ্য আছে৷ পুজো ভাবনায় ভগৎ সিং-সুকদেব-রাজগুরু যেমন থাকছেন তেমনই ক্ষুদিরাম-বিনয়-বাদল-দীনেশ-মাস্টারদা সূর্য সেন থেকে জেলার স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত-মাতঙ্গিনী হাজরা-সুকুমার সেনগুপ্ত প্রমুখদের ভূমিকাকেও তুলে ধরার চেষ্টা করা হবে৷

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ