মেদিনীপুরে ভোটের আবহে চলছে ফ্লেক্স-ফেস্টুন ছেড়া, ডিএম অফিসের সামনে বিক্ষোভ বিজেপি প্রার্থীদের

মেদিনীপুরে ভোটের আবহে চলছে ফ্লেক্স-ফেস্টুন ছেড়া, ডিএম অফিসের সামনে বিক্ষোভ বিজেপি প্রার্থীদের

রাজ্যে আসন্ন পৌরসভা ভোট। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর তরফে চলছে প্রচারের কাজ। কিন্তু পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় বিরোধীদের তরফে, বিশেষত বিজেপির তরফে অভিযোগ উঠেছে তাদের ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার ছিড়ে দেওয়ার। তারই প্রতিবাদে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার ভারতীয় জনতা পার্টির শাখার পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হল। বিক্ষোভ দেখালেন পৌরভোটের প্রার্থীরা।

আরও পড়ুন:  Dilip Ghosh: “ডিসেম্বর আসুক কিছু তো হবেই”, সত্য সাঁই বাবার জন্মদিনে খড়গপুর এসে বললেন দিলীপ

পৌরসভা ভোটের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন পৌরসভায় বিজেপির তরফে শাসক দল তথা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রচার কাজ বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। ব্যতিক্রম নয় মেদিনীপুর পৌরসভাও। পুরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা বিজেপির ফ্লেক্স, ফেস্টুন, ব্যানার ছেড়া, ভোটার ও বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে বারংবার। এছাড়াও প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে অসন্মানজনক ব্যঙ্গচিত্র প্রদর্শনী ও কটূক্তিরও অভিযোগ উঠেছে।

আরও পড়ুন:  বাম-বিজেপি জোট সমবায় সমিতির নির্বাচনে, ১২ সদস্যকে বহিষ্কার সিপিএমের

শুক্রবার তারই প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়। দুপুরে মেদিনীপুর শহরের কালেক্টরি মোড়ে জেলাশাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন পুরসভার ২৫ জন বিজেপি প্রার্থী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ