Jhargram: তৃণমূলের শ্রমিক সংগঠনের নামে চাঁদা তোলার অভিযোগ, সরব মহাশীষ মাহাতো

Jhargram: তৃণমূলের শ্রমিক সংগঠনের নামে চাঁদা তোলার অভিযোগ, সরব মহাশীষ মাহাতো

বিশ্বকর্মা পুজো সামনে। বিভিন্ন জায়গায় চলছে পুজোর প্রস্তুতি। তারই মধ্যে ঝাড়গ্রামে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র নামে ভুয়ো বিল ছাপিয়ে বিভিন্ন জায়গায় বিশ্বকর্মা পুজোর চাঁদা তোলার অভিযোগ উঠলো। ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন ঝাড়গ্রাম আইএনটিটিইউসি-র জেলা সভাপতি মহাশীষ মাহাতো।

দলের তরফে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কড়া নির্দেশ দিয়েছেন দলের নামে পুজোর জন্য কোনো রকম চাঁদা আদায় করা যাবে না। কিন্তু অভিযোগ ঝাড়গ্রাম জেলা আইএনটিটিইউসি-র নামে বিল ছাপিয়ে বিশ্বকর্মা পুজোর জন্য চাঁদা নেওয়া হচ্ছে। বিলে আইএনটিটিইউসি-র রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হচ্ছে। এছাড়াও বিলের রসিদে ‘ঝাড়গ্রাম জেলা অসংগঠিত শ্রমিক সংগঠন ও ঝাড়গ্রাম জেলা বাস পরিবহণ শ্রমিক সংগঠন’ লেখা রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  Jhargram: ‘বীরসার জন্মদিবসে ছুটি’, ছ’টি মূর্তি উন্মোচন ও একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

এই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন ঝাড়গ্রাম আইএনটিটিইউসি-র জেলা সভাপতি মহাশীষ মাহাতো। বুধবার এই নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি বলেন, “সাধারণ মানুষের কাছে আবেদন জানাবো আইএনটিটিইউসি-র নামে এই ভাবে চাঁদা দেবেন না। এর সঙ্গে জেলা আইএনটিটিইউসি-র জড়িত নয়।” তিনি আরও জানিয়েছেন, এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকে অবগত করা হবে। সেই সঙ্গে এই ভাবে চাঁদা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা আইএনটিটিইউসি-র তরফে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ