জল ছাড়া হল গালুডি জলাধার থেকে, সুবর্ণরেখায় বিপদসঙ্কেত

জল ছাড়া হল গালুডি জলাধার থেকে, সুবর্ণরেখায় বিপদসঙ্কেত

নিম্নচাপের কারনে দক্ষিণবঙ্গে গত কয়েক দিন বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে ঝাড়খন্ড এলাকাতেও। টানা বৃষ্টির কারনে ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ৬ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে বিপদজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে সুবর্নরেখার তীরবর্তী অঞ্চলগুলিতে।

আরও পড়ুন:  ঝিটকায় মেদিনীপুর-লালগড় সড়কে অবরোধ, হাতির হামলার ক্ষতিপূরণ সহ একাধিক দাবি

ঝাড়খন্ডের জল ছাড়ার ফলে ফেঁপে উঠেছে সুবর্ণরেখা। এই রাজ্যঝাড়গ্রামের গোপীবল্লভপুরের দুই ব্লকের সুবর্নরেখা তীরবর্তী গ্রামগুলিতে ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। দফায় দফায় ঝাড়খণ্ডের গালুডি জলাধার থেকে ৬ লক্ষ ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে সুবর্নরেখা নদীর জলস্তর বাড়ছে। নজর রাখা হচ্ছে ব্লক প্রশাসনের তরফেও। নদী তীরবর্তী সাতমা গ্রামের বেশ কিছু পরিবারকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র সরানো হয়েছে। প্রশাসনের তরফে রিলিফের ব্যবস্থাও রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ