Puri Vande Bharat : পুরী থেকে বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু, উদ্বোধন প্রধানমন্ত্রীর

Puri Vande Bharat : পুরী থেকে বন্দে ভারত এক্সপ্রেসের পথ চলা শুরু, উদ্বোধন প্রধানমন্ত্রীর

“ওড়িশা এবং পশ্চিমবঙ্গের জন্য উপহার” হিসাবে বৃহস্পতিবার উদ্বোধন হল পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের। বৃহস্পতিবার ভার্চুয়াল মাধ্যমে সবুজ পতাকা নেড়ে পুরী থেকে পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরী স্টেশনে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনবৈষ্ণব এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আগামী শনিবার থেকে এই ট্রেন নিয়মিত চলবে৷ মাত্র সাড়ে ৬ ঘণ্টায় হাওড়া থেকে পুরী পৌঁছানো যাবে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় ও ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করে “ওড়িশা এবং বাংলার মানুষ উপহার পেলেন” বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই ট্রেনেই পুরী থেকে হাওড়া যাচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

আরও পড়ুন:  Coromandel Express : বালেশ্বর যাচ্ছেন মোদী, কপ্টারে রওনা মমতার, অল্প আহতদের অর্থ সাহায্য রেলের

২২৮৯৫/৯৬ হাওড়া-পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস যাত্রী সহ ব্যবসায়িক ভাবে চলা শুরু করবে আগামী ২০ মে থেকে। এই সেমি হাইস্পিড অটোমেডেট ট্রেনটির ভাড়া হাওড়া থেকে পুরী ইকোনমি চেয়ার কারের জন্য ক্যাটারিং ছাড়া ১১২৫ টাকা ও ক্যাটারিং সহ ১২৪৫ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য ক্যাটারিং ছাড়া ২২৪৫ টাকা ও ক্যাটারিং সহ ২৪০০ টাকা। পুরী থেকে হাওড়া ট্রেনে ইকোনমি চেয়ার কারের জন্য ক্যাটারিং ছাড়া ১১২৫ টাকা ও ক্যাটারিং সহ ১৪১০ টাকা, এক্সিকিউটিভ ক্লাসের জন্য ক্যাটারিং ছাড়া ২২৪৫ টাকা ও ক্যাটারিং সহ ২৫৯৫ টাকা।

আরও পড়ুন:  Coromandel Express Accident : দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তি হবে, জানালেন প্রধানমন্ত্রী

ট্রেনটি আগাগোড়া সিসিটিভি মোড়া, বায়ো টয়লেট, ৩৬০ ডিগ্রি চেয়ার, দুর্ঘটনা নিরোধক কবচ যুক্ত। ২২৮৯৫ হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস সকাল ০৬:১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে দুপুর ১২:৩৫ মিনিটে পুরী পৌছাবে। ২২৮৯৬ পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দুপুর ০১:৫০ মিনিটে পুরী থেকে ছেড়ে রাত ০৮:৩০ মিনিটে হাওড়া পৌঁছাবে। বৃহস্পতিবার ব্যাতিত সপ্তাহের বাকি ৬দিন ট্রেন চলবে৷ ট্রেনটি স্টপেজ দেবে খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর কেওনঝাড় রোড, কটক, ভুবনেশ্বর এবং খুরদা রোড স্টেশনে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ