চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

আলু ব্যবসায় ক্ষতির মুখে পড়ে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন এক আলু ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার আমলাগোড়া এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার আমলাগোড়ার বাসিন্দা আলু ব্যবসায়ী মনোজ দত্ত (৪৮)-র ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ সুইসাইড নোটে মনোজবাবু জানিয়েছেন, আলু ব্যবসায় নেমে তিনি বড়সড় ক্ষতির মুখে পড়েছিলেন। ক্ষতির মুখে পড়ে প্রায় ১০ লক্ষ টাকা ঋণের সম্মুখীন হন তিনি। তিনি আরও জানিয়েছেন, লোকসানের ফলে তিনি সর্বসান্ত হয়েছেন। এই জন্য কাউকে দোষারোপ না করে তাঁর ছেলেকে এই বিষয়ে সমস্যায় না ফেলার জন্য সকলের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করে আলুর ব্যবসায় কখনও ফাটকা না খেলার জন্য সকলকে অনুরোধ করেছেন ঐ আত্মঘাতী ব্যবসায়ী। মৃতদেহ উদ্ধার করে গড়বেতা থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

জনপ্রিয় খবর:  Medinipur : সুফি সাধক মস্তান বাবার জলসা আন্ধারিয়া গ্রামে, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সমাগম