চিফ রিপোর্টার- অর্পণ ভট্টাচার্য্য

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকে, ঘাটাল মহকুমার দাসপুর ১ নং ব্লকে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে সাইক্লোন ও বিপর্যয় মোকাবিলার মহড়া অনুষ্ঠিত হল।

বিপর্যয় মোকাবিলায় উপস্থিত প্রশাসনের আধিকারিক, আর্মি, এনডিআরএফ, স্বাস্থ্য, ফরেস্ট, পরিবহন, পুলিশ, সিভিল ডিফেন্স, স্বেচ্ছাসেবী সংস্থা ও মিডিয়ার ভূমিকা মহড়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়। সাইক্লোন বা অন্যান্য বিপর্যয়ে কিভাবে সাধারণ মানুষকে উদ্ধার ও শুশ্রূষা করা হয় তাও মহড়ায় ছিল।

জনপ্রিয় খবর:  Paschim Medinipur : আলুতে লোকসান! সুইসাইড নোট লিখে আত্মঘাতী আলু ব্যবসায়ী

এদিন দাঁতন, মোহনপুর, সবং সহ পশ্চিম মেদিনীপুর জেলার পাঁচটি জায়গায় বিপর্যয় মোকাবিলা দপ্তর ও ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের তরফে মহড়া অনুষ্ঠান হয়। বাংলা-ওড়িশা সীমান্তবর্তী এলাকা দাঁতন মোহনপুর এলাকায় ঝড়ের প্রাদুর্ভাব বেশি দেখা যায়। সমুদ্র ও নদী তীরবর্তী এলাকা হওয়ায় দাঁতন মোহনপুর সবং এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ থাকে বেশি। বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন বাহিনী যেভাবে কাজ করে তারই মহড়া চলে।

জনপ্রিয় খবর:  Medinipur : বিরল হলুদ শিমুল ফুলের গাছ দত্তক নিল তেঘরী উচ্চ বিদ্যালয়, প্রকৃতির সঙ্গে 'প্রীতির বন্ধন'