৫০ কোটির দুর্নীতি! মুখ্যসচিবের হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

৫০ কোটির দুর্নীতি! মুখ্যসচিবের হলফনামা তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতির ৫০ কোটি টাকা দুর্নীতির মামলায় মুখ্যসচিবের হলফনামা তলব করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

হাইকোর্টে আবেদনকারীদের অভিযোগ, আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন মোট ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তাঁরা৷ সেই টাকা তছরুপের অভিযোগ ওঠে৷ সমিতি জানিয়েছিল, ওই টাকা বাজারে ঋণ হিসাবে খাটানো হবে। কিন্তু পরে টাকা ফেরত পাননি বিনিয়োগকারীরা। প্রথমে প্রায় ৩ বছর ধরে বিষয়টি তদন্ত করে সিআইডি। গ্রেফতার করা হয় সমিতির পাঁচ কর্তাকে। এরপর সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন:  দিলীপ হীন মেদিনীপুরে দেওয়ালে নেই বিজেপি প্রার্থীর নাম

সিবিআই তদন্ত শুরু করার পর রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ওঠে। রাজ্যের ১০ জন পুলিশ অফিসারকে ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। সেই সঙ্গে মামলার তদন্তকারীদের উত্তরবঙ্গে থাকা এবং যাতায়াতের বন্দোবস্ত করার নির্দেশও দেওয়া হয় রাজ্যকে। হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল নির্দেশনামা মুখ্যসচিবের অফিসে পাঠান। সোমবার সিবিআই রিপোর্ট পেশ করেছে হাইকোর্টে। অভিযোগ, রাজ্য সরকার আদালতের নির্দেশ কার্যকর করেনি। এরপরেই সোমবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ দেন, মঙ্গলবার বিকেল ৩টের মধ্যে বিষয়টি হলফনামা দিয়ে আদালতে জানাতে হবে মুখ্যসচিবকে।

আরও পড়ুন:  Todays Petrol Diesel Price 6/4/2024 : আপনার শহরের তেলের দাম কী চলছে তা জানুন

 

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ