অবশেষে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেল থেকে বৃষ্টি নামলো পশ্চিম মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়ার দাপট। আবহাওয়া দফতরের তরফে ঝড়বৃষ্টি চলাকালীন বজ্রপাত নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বুলেটিন প্রকাশ করে পশ্চিম মেদিনীপুর সহ কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর৷ তার কিছু পরেই বিকেল চারটে নাগাদ আকাশ কালো হয়ে বৃষ্টি নামলো পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টি শুরু হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি সহ অন্যান্য জেলাতেও। সঙ্গে রয়েছে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। ঝড়বৃষ্টির সময়ে বজ্রপাত নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

জনপ্রিয় খবর:  IIT Kharagpur : ছাত্র ফাইজান আহমেদের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের