Jhargram: দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপ, রাজ্য থেকে সুযোগ পাওয়া শুভেন্দু মাহাতোকে সম্বর্ধনা জেলা পুলিশের

Jhargram: দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপ, রাজ্য থেকে সুযোগ পাওয়া শুভেন্দু মাহাতোকে সম্বর্ধনা জেলা পুলিশের

কিছু দিনের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে দৃষ্টিহীন ক্রিকেট বিশ্বকাপ তথা টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর ব্লাইণ্ড। সেই প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন ঝাড়গ্রামের কৈমা গ্রামের বাসিন্দা শুভেন্দু মাহাতো। ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইণ্ড অফ ইণ্ডিয়ার হয়ে বেছে নেওয়া ১৭ জনের দলে এই রাজ্যের একমাত্র প্রতিনিধি শুভেন্দু।

শালবনি গ্রাম পঞ্চায়েতের কৈমা গ্রামের বাসিন্দা শুভেন্দু মাহাতোর বাবা চাষবাস করেন ও মা অঙ্গনওয়ারী কর্মী। ২০০১ সালে এক দুর্ঘটনায় তার চোখ ক্ষতিগ্রস্ত হয় এবং ক্রমশ দৃষ্টিশক্তি হারাতে হারাতে ২০০৫ সালে পুরোপুরি দৃষ্টিশক্তি হারান তিনি৷ কিন্তু অদম্য আগ্রহে পড়াশোনার সাথে ক্রিকেটও খেলতে থাকেন তিনি। বর্তমানে শান্তিপুর বিএড কলেজের পড়ুয়া জিতে নিয়েছেন নিজের অধ্যাবসায়ের পুরষ্কার। ৬ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে চলা টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফর ব্লাইণ্ড-এ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর ব্লাইণ্ড অফ ইণ্ডিয়ার হয়ে দেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

আরও পড়ুন:  Jhargram: ‘বিজেপি-র নেতা গ্রেপ্তার নয় কেন’, প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

এইদিন শুভেন্দুকে সম্বর্ধনা জাজানো হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে। তাঁকে সম্পূর্ণ ক্রিকেট কিট ও অন্যান্য ক্রিকেটীয় উপকরণ উপহার দেওয়া হয়। সেই সঙ্গে তাঁর পরিশ্রম ও সাফল্যর জন্য সাধুবাদ সহ আগত বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

হোম
জয়েন গ্রুপ
স্থানীয় খবর
জয়েন গ্রুপ
গুগল নিউজ